Rujira Banerjee: বিদেশ যাওয়ার পথে বিমানবন্দরে বাঁধা রুজিরা বন্দোপাধ্যায়কে 



Rujira Banerjee




বিদেশ যাচ্ছিলেন অভিষেক বন্দোপাধ্যায়ের পত্নী রুজিরা বন্দোপাধ্যায়। কিন্তু এয়ারপোর্টের ইমিগ্রেশনেই আটকে দেওয়া হল। ইডি-র (ED) একটি মামলায় তাঁর নামে লুক আউট সার্কুলার রয়েছে বলে এই বাধা দেওয়া হয় রুজিরা বন্দোপাধ্যায়কে। সূত্রের খবর, দুবাই যাওয়ার জন্য সোমবার সকালে বিমানবন্দরে পৌঁছন রুজিরা বন্দ্যোপাধ্যায়।



জানা যায় আজ সকালে বিদেশযাত্রার জন্য প্রয়োজনীয় তথ্য খতিয়ে দেখার সময়েই ইমিগ্রেশনে (Immigration Department) আটকানো হয় রুজিরাকে। এরপর, ইমিগ্রেশনের একটি ঘরে বসিয়ে রাখা হয় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। অনেকটা সময় পর বিমানবন্দর থেকে বেড়িয়ে যান তিনি।



সূত্রের খবর, আইনজীবীদের সাথে কথা বলছেন তিনি। সুপ্রিমকোর্টের দ্বারস্থ হতে পারেন রুজিরা এমনটাই সূত্রের খবর। ঘটনার জল কোনদিকে গড়ায়, এখন সেটাই দেখার। এদিকে, রুজিরা বন্দোপাধ্যায়কে বিমানবন্দরে বিদেশ যাত্রা নিয়ে বাধা দেওয়ায় আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস।