দিনহাটা শ্যুট আউট কাণ্ডে উদয়ন গুহকে নিশানা জাতীয় SC কমিশনের ভাইস চেয়ারম্যানের



দিনহাটা

শিমুলতলায় মৃত বিজেপি কর্মী প্রশান্ত রায় বসুনিয়ার বাড়িতে এলেন জাতীয় SC কমিশনের ভাইস চেয়ারম্যান। সোমবার দুপুর দুটো নাগাদ দিনহাটা শিমুলতলায় আসেন জাতীয় SC কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। এদিন তিনি এসে শুট আউটে মৃত BJP কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। 



প্রসঙ্গত শুক্রবার বিকেলে শিমুলতলা তে বাড়িতে ঢুকে দুষ্কৃতী দের শুট আউটে মৃত্যু হয় বিজেপি কর্মী প্রশান্ত রায় বসুনিয়া। সেই কারণে তার পরিবারের সঙ্গে দেখা করে কথা বললেন জাতীয় SC কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার।




জাতীয় SC কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার অভিযোগ করেন মন্ত্রী উদয়ন গুহের অঙ্গুলিহেলনে তৃণমূলের দুষ্কৃতীরা এই খুন করেছে। কমিশন তদন্ত করতে আসবে অথচ জেলাশাসক, জেলা পুলিশ সুপার কেউ নেই, সবাইকে তদন্তে সহযোগিতা করতে না করা হয়েছে। এত বড় একটা তদন্ত শুধুমাত্র দিনহাটা থানার আইসি উপস্থিত কেন! গোটা রাজ্যে এইসব ঘটনা কেন বারবার ঘটছে? দিনহাটার বিজেপি নেতা প্রশান্ত রায় বসুনিয়ার মৃত্যু নিয়ে তদন্ত করতে এসে কার্যত রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কড়া সমালোচনা করলেন কেন্দ্রীয় এসসি কমিশনের ভাইস প্রেসিডেন্ট অরুণ হালদার