শ্রীপৎ সিং কলেজের প্রতিষ্ঠাতা শ্রীপৎ সিং দুগড়ের ১৪৫তম জন্মদিন সাড়ম্বরে পালিত হল
শ্রীপৎ সিং দুগড়ের ১৪৫তম জন্মদিন উপলক্ষে শ্রীপৎ সিং কলেজে নানা কর্মসূচির মাধ্যমে সাড়ম্বরে উদ্যাপন করা হল এই বিশেষ দিনটি। কলেজ চত্বরে শ্রীপৎ সিং দুগড়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
কলেজের NCC, NSS ও IQAC-এর যৌথ উদ্যোগে এদিন একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে কলেজের অধ্যাপক, শিক্ষা-কর্মী ও ছাত্রছাত্রীদের মিলিত অংশগ্রহণে মোট ৫৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। মানবসেবার এই উদ্যোগ প্রশংসিত হয় সকল মহলে।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে কলেজের রবীন্দ্র সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ, বিশেষ অতিথিবর্গ ও অধ্যাপকবৃন্দ তাঁদের বক্তব্যে শ্রীপৎ সিং দুগড়ের জীবন, আদর্শ ও শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের কথা তুলে ধরেন। এরপর উদ্বোধনী সংগীত, আবৃত্তি, রবীন্দ্রসংগীত-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি আরও বর্ণময় হয়ে ওঠে।
এই অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল ২০২৪-২৫ শিক্ষাবর্ষে (২০২৫ সালে) কলেজের প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়, যা ছাত্রসমাজের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়।
সার্বিকভাবে শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের সমন্বয়ে শ্রীপৎ সিং দুগড়ের ১৪৫তম জন্মদিনের অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊