Coal Scam: কয়লা পাচারকাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে তলব ইডির
কয়লা পাচারকাণ্ডে এবার মলয় ঘটককে নোটিস দিল ইডি। দিল্লির সদর দফতরে মলয় ঘটককে হাজিরার নির্দেশ দেন ইডি। ১৯শে জুন সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের আইনমন্ত্রীকে এমনটাই খবর। মলয় ঘটককে তলব নিয়ে আদালতের নির্দেশ ছিল সময় নিয়ে ডাকতে হবে, সূত্রের খবর।
ইডি সূত্রে খবর, মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করার জন্য আগে সুপ্রিম কোর্ট তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছিল, রাজ্যের আইনমন্ত্রীকে তলব করার অন্তত ১৫ দিন আগে নোটিশ পাঠাতে হবে। সেই মতোই নিয়ম মেনে নোটিশ পাঠানো হয়েছে।
এর আগে কয়লা পাচার মামলার তদন্তে সিবিআই অভিযান চালিয়েছিল। সেই অভিযানে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়ি এবং পৈতৃক বাড়িতে হানা দিয়েছিলেন। কিন্তু খালি হাতেই ফিরতে হয় তদন্তকারীদের। এর আগেও তলব করা হয়েছিল তাঁকে। কিন্তু সাড়া দেননি তিনি। হানা দেওয়া হয় রাজভবনের মন্ত্রী কোয়ার্টারেও। এবার নয়া দিল্লীতে তলব মলয় ঘটককে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊