Latest News

6/recent/ticker-posts

Ad Code

অবশেষে বিতর্ক তুঙ্গে তুলে নমিনেশন ফাইল করলেন রায়নার বিধায়িকা শম্পা ধারা

অবশেষে বিতর্ক তুঙ্গে তুলে নমিনেশন ফাইল করলেন রায়নার বিধায়িকা শম্পা ধারা

Sampa Dhara


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:- অবশেষে বিতর্ক তুঙ্গে তুলেই নমিনেশন ফাইল করলেন রায়নার বিধায়িকা শম্পা ধারা।বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার,মেমারি বিধানসভার প্রাক্তন বিধায়িকা নার্গিস বেগম সহ তৃণমূলের একঝাক কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এস ডি ও সাইৎ এর কাছে নমিনেশন ফাইল করেন বিধায়িকা।শম্পা রায়না ২ এর ১২ নং জেড পির, এস সি / ইউ আর এর প্রার্থী হিসেবে নমিনেশন ফাইল করেন।বুধবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই ক্ষোভ বিক্ষোভে ফেটে পরে শাসক দলের নেতারা।৬৬টি আসন বিশিষ্ট বর্ধমান জেলা পরিষদের এই প্রার্থী তালিকায় ঠাঁই মেলেনি একাধিক উল্লেখযোগ্য সদস্যের।আর এই ঘটনায় রীতিমত তোলপাড় শুরু হয়েছে গোটা জেলা জুড়েই।

এমনকি খোদ দলের মধ্যেই শুরু হওয়া ক্ষোভের ঘটনায় জায়গায় জায়গায় দল ছেড়ে অন্য দলে যাবার মত প্রবণতাও দেখা দিতে শুরু করেছে। জানা গেছে, কেউ কেউ ইতিমধ্যেই কংগ্রেসে যাবার চেষ্টা শুরু করেছেন।দলের নির্দেশ মেনেই তৃণমূল কংগ্রেসর হয়ে রায়না ২ এর ১২ নং জেড পির, এস সি / ইউ আর এর প্রার্থী হিসেবে নমিনেশন ফাইল করেন বলে জানান বিধায়িকা শম্পা ধারা।ইতিমধ্যে জেলা জুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয় – এক ব্যক্তি এক পদ।সেই ঘোষনার ফলাফল কি এটাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code