৪৮ ঘণ্টার মধ্যে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশনকে নির্দেশ কলকাতা হাইকোর্টের 

Election


রাজ্যে বেজেছে পঞ্চায়েত নির্বাচনের দামামা। আর এরপরেই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে বিরোধী দলগুলি‌। এর আগের শুনানিতে প্রাথমিকভাবে রাজ্যের সাত জেলা স্পর্শকাতর চিহ্নিত করে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ দিয়েছিল আদালত কিন্তু আজ সব জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিল আদালত।



পঞ্চায়েত ভোটে নিরাপত্তার জন্য রাজ্যের পুলিশ নাকি কেন্দ্রীয় বাহিনী এ নিয়ে চলছিল জল্পনা। অবশেষে জল্পনার অবসান রাজ্যের ২২টি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতির উদয় কুমারের বেঞ্চে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলায় নির্বাচনে নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করার নির্দেশ দিয়েছে। রাজ্য নির্বাচন কমিশনকে আদালত বলেছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে।




রাজ্যে পঞ্চায়েত ভোটের ঘোষনার পর একের পর এক অশান্তির চিত্র ফুটে উঠেছে। মনোনয়ন জমা দেওয়া নিয়ে অশান্তির চিত্র উঠে এসেছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। এর আগে কলকাতা হাইকোর্ট সাত জেলায় কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ দিয়েছিল। পাশাপাশি সিভিক পুলিশ দিয়ে নির্বাচন করানো যাবে না বলেও জানানো হয়েছে। কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয়বাহিনীর সংক্রান্ত নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন। সেই আর্জির শুনানির পর হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণ এবং নির্দেশ জানায়। 



প্রধান বিচারপতি বলেন, ‘‘বুধবার হাই কোর্ট যে রায় দিয়েছিল তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কোনও পদক্ষেপ চোখে পড়েনি। আইনশৃঙ্খলার দিক থেকে দেখলে তারা এখনও কোনও স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে পারেনি। কমিশন আরও দু'দিন সময় চেয়েছে। আদালত মনে করছে সময় যত গড়াবে পরিস্থিতি তত খারাপ হবে। তাই কমিশনকে নির্দেশ দেওয়া হচ্ছে, রাজ্যের সমস্ত জেলায় কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন করবে। আদালতের এই নির্দেশ ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর করতে হবে। কমিশনের আবেদন মতো বিনা খরচে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হবে কেন্দ্রীয় সরকারকে। রাজ্য সরকার  খরচ দেবে না।’’



৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রের কাছে বাহিনী চেয়ে আবেদন জানানোর নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে। তৎক্ষণাৎ বাহিনী দিতে হবে কেন্দ্রকে। নির্দেশ প্রধান বিচারপতির। বাহিনীর খরচ বহন করবে কেন্দ্র। জানিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।



প্রসঙ্গত, গত ১৩ জুন কলকাতা হাইকোর্ট স্পর্শকাতর এলাকা বেছে নিয়ে কেন্দ্রীয় বাহিনী আনার বিষয়টি বিবেচনা করার বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়েছিল। কিন্তু তা নিয়ে কমিশনের কাজে আদালত খুশি নয়। আরও ক্ষয়ক্ষতি ও মৃত্যু এড়াতে আদালত সবশেষে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিল।