কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির গুরুদায়িত্ব এবার কার? কার নামে সিলমোহর সুপ্রিম কলেজিয়ামের
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: দেশের অন্যতম প্রাচীন বিচারালয়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে পরিবর্তনের সম্ভাবনা চূড়ান্ত রূপ পেল। সুপ্রিম কোর্টের কলেজিয়াম কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সুজয় পাল (Justice Sujoy Paul)-এর নাম সুপারিশ করেছে। গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত কলেজিয়ামের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। জানা গিয়েছে, এই সুপারিশকারী কলেজিয়ামের নেতৃত্বে ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত। বর্তমানে বিচারপতি সুজয় পাল কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবেই কর্মরত রয়েছেন। এবার তাঁর কাঁধেই ন্যস্ত হতে চলেছে প্রধান বিচারপতির গুরুদায়িত্ব।
বিচারপতি সুজয় পালের আইনি জগত এবং বিচার ব্যবস্থায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ১৯৬৪ সালের ২১ জুন জন্মগ্রহণ করেন তিনি। তাঁর শিক্ষাজীবনের ভিত্তি স্থাপিত হয় মধ্যপ্রদেশে। তিনি মধ্যপ্রদেশের পণ্ডিত এল এস ঝা মডেল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে প্রারম্ভিক শিক্ষা শেষ করেন। পরবর্তীকালে জবলপুরের রানি দুর্গাবতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং সেখান থেকেই এলএলবি (LLB) ডিগ্রি অর্জন করেন।
১৯৯০ সালে তিনি মধ্যপ্রদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নিজের নাম নথিভুক্ত করেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি দেওয়ানি মামলা, সাংবিধানিক বিষয়, শিল্প ও পরিষেবা সংক্রান্ত আইন-সহ বিভিন্ন আইনি শাখায় দক্ষতার সাথে সওয়াল করেছেন। বিভিন্ন আদালতে তাঁর উপস্থিতি এবং আইনি যুক্তি বরাবরই প্রশংসিত হয়েছে।
আইনজীবী হিসেবে সাফল্যের পর, ২০১১ সালের ২৭ মে তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। পরবর্তীকালে, ২০১৪ সালের ১৪ এপ্রিল তিনি স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। দীর্ঘ একযুগ মধ্যপ্রদেশ হাইকোর্টে পরিষেবা দেওয়ার পর, ২০২৪ সালের ২৬ মার্চ তিনি তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি হিসেবে স্থানান্তরিত হন এবং শপথ নেন।
পরবর্তীতে তিনি কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত হন এবং বর্তমানে এখানেই কর্মরত। মধ্যপ্রদেশে তাঁর আইনি শিকড় থাকলেও, তেলেঙ্গানা এবং কলকাতার মতো গুরুত্বপূর্ণ হাইকোর্টে কাজ করার সুবাদে তাঁর অভিজ্ঞতার ঝুলি বেশ সমৃদ্ধ। এখন সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশ রাষ্ট্রপতির অনুমোদন পেলেই তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে আসীন হবেন। তাঁর এই নিয়োগ কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থায় নতুন গতি আনবে বলে মনে করছে আইনি মহল।
.webp)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊