Panchayat Elections 2023: মনোনয়নের সময়সীমা বাড়লো না, হস্তক্ষেপ করলো না হাইকোর্ট 


highcourt

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে চলা মামলার রায় দিল কলকাতা হাইকোর্ট। তবে, মনোনয়নের সময়সীমা নিয়ে কোনোরূপ হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট। মনোনয়নের সময়সীমা বাড়ানো নিয়ে পদক্ষেপ নির্বাচন কমিশনের উপরেই ছাড়লো আদালত। কারণ, এনিয়ে সুপ্রিমকোর্টের একটা রায় রয়েছে।




মনোনয়ন নিয়ে হস্তক্ষেপ না করলেও ভোটে কেন্দ্রীয় বাহিনীকে নামানোর কথা বললো আদালত। স্পর্শকাতর এলাকা গুলিতে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে এমনটাই জানিয়েছে আদালত। ভোটের আগেই সন্ত্রাসের অভিযোগ উঠে এসেছে বিভিন্ন জায়গা থেকে। তাই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে স্পর্শকাতর এলাকায় পঞ্চায়েতে ভোট করানোর নির্দেশ। যেখানে রাজ্য পুলিশের সংখ্যা কম, সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ।




কেন্দ্রীয় বাহিনী ও মনোনয়নের সময়সীমা সহ একাধক বিষয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। পঞ্চায়েত নির্বাচন নিয়ে জোড়া মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্দেশ দিলেও মনোনয়নের সময়সীমা বৃদ্ধি নিয়ে হস্তক্ষেপ করলো না আদালত। ফলে কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী ৯ই জুন পর্যন্ত মনোনয়নের সময় বহাল রইল।