দিনহাটা ২নং ব্লক থেকে নির্দল প্রার্থীর মনোনয়নপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালালো দুস্কৃতিরা 

Dinhata


রাজ্যে বেজেছে পঞ্চায়েত নির্বাচনের দামামা। আগামী ৮ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। শুরু হয়েছে মনোনয়ন করার প্রক্রিয়া। মনোনয়ন জমা নিয়ে অশান্তির খবর উঠে এসেছে বারবার। এদিকে আজ কোচবিহার জেলার দিনহাটা ২নং ব্লকে নমিনেশন করতে এসে বিডিও অফিস বের হতেই প্রার্থীর মনোনয়ন সহ সমস্ত গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল দুস্কৃতিরা। 



জানা গেছে, নয়ারহাট অঞ্চলের গোবরাছড়া এলাকার রুমিনা বিবি নির্দল থেকে মনোনয়ন পেতে এদিন দিনহাটা ২নং বিডিও অফিসে আসেন। মনোনয়নের কাগজপত্র নিয়ে বিডিও অফিস থেকে বেরোতেই সমস্ত নথি নিয়ে চম্পট দেয় কয়েকজন দুষ্কৃতি। পুলিশের সামনে থেকেই সমস্ত গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে পালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা বলেও অভিযোগ করেছেন তিনি। 



তার কথায়, যারা কাগজপত্র নিয়ে পালিয়েছেন তাঁরা ওই এলাকারেই লোক। মনোয়ার, পচা ও কুদ্দুস নামে তিনি তৃণমূল দুষ্কৃতি এই ঘটনা ঘটিয়েছে। আগে তৃণমূল করতেন কিন্তু এবার নির্দল থেকে ভোটে লড়বেন তিনি মনোনয়ন করতে এসেছেন। মনোনয়ন পত্র সহ অন্যান্য সমস্ত নথি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ায় এখন বেশ চিন্তিত তিনি।