Panchayat Election: এক ফোনে বাহিনী ! পঞ্চায়েত ভোটে নজিরবিহীন সিদ্ধান্ত
নজিরবিহীন সিদ্ধান্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয় যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ তাদের অভিযোগ জানাতে পারবেন আধাসেনা কমান্ডারকে ফোনের মাধ্যমেই। আর দ্রুত পদক্ষেপ নেওয়া হবে ফোন পাওয়ার পরই। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সমস্ত কমান্ডারদের নম্বর শেযার করা হবে।
আগামী ৮ জুলাই এক দফায় হবে গ্রাম-বাংলার ভোট পর্ব। তার আগেই রাজ্যে দফায় দফায় বাহিনী আসবে। তা ছাড়াও অন্য রাজ্য থেকে আসবে স্পেশাল আর্মড পুলিশ।
ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে হিংসার অভিযোগ জানতে এবং তাতে হস্তক্ষেপ করতে রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্প্রতি পিস রুম খুলেছেন। সেটি একটি হেল্পলাইন নম্বর। যেখানে গ্রামবাংলার মানুষজন হিংসার খবর, আক্রান্ত হওয়ার খবর পৌঁছে দিতে পারবেন। এবার ভোট দিতে না পারলে বা এলাকায় অশান্তিজনক কিছু ঘটলে দ্রুত অভিযোগ জানানো যাবে এক ফোনেই।
স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী ভোটার-প্রার্থীদের কোন অভিযোগ থাকলে সরাসরি কমান্ডরদের ফোন করে অভিযোগ জানানো যাবে। যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘এক ফোনে বাহিনী’। ইতিমধ্যেই জেলা-ভিত্তিক কমান্ডারদের ফোন নম্বর প্রকাশ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে এবার আর পুলিস থানার অধীনে তথা রাজ্য পুলিসের নিয়ন্ত্রণে থাকবে না বাহিনী। আধাসেনা নিজের মত করে ব্যবস্থা নেবে, যা এতদিন জেলা পুলিশ নিত।
আজই কেন্দ্রীয় মন্ত্রক প্রথম দফায় রাজ্যে ৩১৫ কোম্পানি বাহিনী বরাদ্দ করেছে পঞ্চায়েত নির্বাচনের জন্যে। একটি বিজ্ঞপ্তি জারি করে বাহিনীর সংখ্যা জানানো হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রের কাছে মোট ৮২২ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছিল। বাকি বাহিনী খুব শীঘ্রই বরাদ্দ করা হবে বলেই জানা গিয়েছে।
এক ফোনে বাহিনী (Ek phone Bahini) -
পূর্ব মেদিনীপুরের জন্য - 9147888650
পশ্চিম মেদিনীপুরের জন্য - 9147888600
আলিপুরদুয়ারের জন্য - 9147889188
কোচবিহারের জন্য - 9147889251
পূর্ব বর্ধমানের জন্য- 9147888530
পশ্চিম বর্ধমানের জন্য- 9147889368
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊