Breaking: পঞ্চায়েত নির্বাচন করাতে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন


Election


হাইকোর্টের পর সুপ্রিমকোর্টে ধাক্কা খেয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে বাধ্য হয় রাজ্য নির্বাচন কমিশন। সুপ্রিমকোর্ট কমিশনকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর নির্দেশের পর ২২ জেলার জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন জানায় কমিশন। এরপর, ফের হাইকোর্টের ভৎসর্নার মুখে পড়ে কমিশন। এবার হাইকোর্টের নির্দেশ মতো ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন জানালো রাজ্য নির্বাচন কমিশন।




প্রথমে ২২ কোম্পানির পর এবার আরও ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন করেছে রাজ্য নির্বাচন কমিশন বলে খবর। গত কয়েকদিন ধরে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিরামহীন আইনি লড়াইয়ের সাক্ষী হয়েছে বাংলা। একের পর এক আদালতে ধাক্কা খেতে থাকে রাজ্য ও কমিশন। গতকালই বাহিনী নিয়ে কমিশনকে কার্যত গাইডলাইন বেঁধে দেয় হাইকোর্ট।




আদালতের নির্দেশে সারা রাজ্যে নির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে। পঞ্চায়েত ভোটে ৬১ হাজারেরও বেশি বুথ। নির্বাচন করাতে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইলো কমিশন। এক দফায় রাজ্যে পঞ্চায়েত ভোট, ৮২২ কোম্পানি কি যথেষ্ট? ২০১৩-র ৫ দফার পঞ্চায়েত ভোটে ছিল ৮২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । ২০২৩-এ ২০১৩-র চেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে বলেই জানিয়েছিল হাইকোর্ট। সেই মতো ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে।