Latest News

6/recent/ticker-posts

Ad Code

কথায় আছে রাখে হরি তো মারে কে ! ৩৩হাজার ভোল্টের ঝটকা খেয়েও জীবিত !

কথায় আছে রাখে হরি তো মারে কে !  ৩৩হাজার ভোল্টের ঝটকা খেয়েও জীবিত ! 

electricity poll



রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : 


কথায় আছে রাখে হরি তো মারে কে। এমনি দৃশ্য দেখে গেলো আজ। সালানপুর ব্লকের দেন্দুয়া পঞ্চায়েতের অন্তর্গত জামিরকুড়ি গ্রামের মানসিক ভাবে সামান্য অসুস্থ যুবক উত্তম মল্লিক ২৭ বছর বয়সী শুক্রবার সে তার বাড়ির সামনের ৩৩হাজার ভোল্টের বিদ্যুৎ খুঁটিতে চেপে পড়ে।


তার শরীরের কারেন্টের ঝাটকা লাগে। তবে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগলেও কোনোক্রমে সেই যুবক প্রাণে বেঁচে যায়।


এই খবর জানার পরেই ঘটনাস্থলে ছুটে আসে সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ। খবর দেওয়া হয় ডিভিসি কর্তৃপক্ষকে,খবর পাওয়া মাত্রই বিদ্যুৎ খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ডিভিসি।


ঘটনাস্থলে আসে আসানসোল থেকে দমকল বাহিনীর দল। তবে অবশেষে স্থানীয় এবং ডিভিসির বিদ্যুৎ বিভাগের কর্মী সহ পরিবারের সদস্যদের দ্বারা উত্তম মল্লিকে কোমরে দড়ি পরিয়ে বিদ্যুৎ খুঁটি থেকে নামানো হয়।


তাকে সঙ্গে সঙ্গে পুলিশের এম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে। সেখানে তার চিকিৎসা চলছে বলে খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code