Latest News

6/recent/ticker-posts

Ad Code

Rakhi Purnima 2025: রাখি তৈরি করে স্বনির্ভরতার পথে বিশেষভাবে সক্ষমরা

Rakhi Purnima 2025: রাখি তৈরি করে স্বনির্ভরতার পথে বিশেষভাবে সক্ষমরা

rakhi purnima 2025, making rakhi by special child at alipurduar,

আলিপুরদুয়ার, ৭ আগস্ট, ২০২৫: রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে নিজেদের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছে আলিপুরদুয়ারের বিশেষভাবে সক্ষম শিশুরা। 'স্বপ্ন সোসাইটি ফর ড্রিম অফ সাকসেস' পরিচালিত 'পথ ইনস্টিটিউট ফর স্পেশাল চাইল্ড'-এর ছাত্রছাত্রীরা নিজেদের হাতে তৈরি করছে নানান ধরনের রঙিন রাখি। তাদের এই উদ্যোগ শুধু উৎসবের আনন্দই বাড়াচ্ছে না, বরং সমাজের চোখে তাদের সক্ষমতা তুলে ধরছে।

প্রতি বছরের মতো এবারও উল, সুতো, জরি, পুঁতি এবং আঠা ব্যবহার করে অত্যন্ত যত্ন সহকারে এই রাখিগুলো তৈরি করা হচ্ছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিশুদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা এবং তাদের ভবিষ্যতে স্বাবলম্বী করে তোলা।

পথ ইনক্লুসিভ বিশেষ বিদ্যালয়ের প্রিন্সিপাল শ্বাশ্বতি রায় প্রধান এই অসাধারণ উদ্যোগের প্রশংসা করে বলেন, "আমাদের শিশুরা যে ভোকেশনাল ট্রেনিং নিচ্ছে, তা তাদের ভবিষ্যতে স্বনির্ভর হতে সাহায্য করবে। আমাদের স্কুল সবসময় তাদের পাশে আছে।" তিনি জানান, এই প্রশিক্ষণ তাদের দক্ষতা বাড়াতে এবং নিজেদের ক্ষমতায় বিশ্বাস স্থাপন করতে সাহায্য করছে।

গত বছর এই স্কুলের ছাত্রছাত্রীরা নিজেদের হাতে তৈরি রাখি সোনাপুর পুলিশ ফাঁড়ি, শিলবাড়ি হাট হাসপাতাল, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাঠালবাড়ি শাখা এবং বাবুরহাট বিডিও অফিসের কর্মীদের হাতে পরিয়ে দিয়েছিল। এ বছরও একই ধরনের পরিকল্পনা রয়েছে।

শ্বাশ্বতি রায় প্রধান বলেন, "আমাদের লক্ষ্য হলো এই শিশুদের প্রচেষ্টা সবার সামনে তুলে ধরা, যাতে আশেপাশের মানুষ জানতে পারে যে এই বিশেষ শিশুরা কতটা সক্ষম। আমরা চাই তারা ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে যাক এবং ভবিষ্যতে স্বনির্ভর হোক। এটাই আমাদের শুভকামনা।"

এই উদ্যোগের মধ্য দিয়ে বিশেষভাবে সক্ষম শিশুরা শুধু নিজেদের আত্মবিশ্বাসই ফিরে পাচ্ছে না, বরং তাদের তৈরি করা রাখি সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দিয়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। এটি অন্যদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code