NTA NEET 2023: প্রকাশিত হল নিটের ফল, প্রথম স্থানে দুই জন
National Testing Agency আজ NEET 2023 এর ফল প্রকাশ করেছে। অফিশিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in এ থেকে ফল দেখতে পারবে পরীক্ষার্থীরা। পাশাপাশি ফল জানা যাচ্ছে neetresults.nic.in ও nta.ac.in তে।
গত ৭ই মে ২০ লক্ষ ৩৮ হাজার ৫৯৬ জন পরীক্ষার্থী নিট পরীক্ষায় বসে এর মধ্যে ১১ লক্ষ ৪৫ হাজার ৯৭৬ জন।
যুগ্মভাবে প্রথম স্থান পেলেন তামিলনাড়ুর প্রভাজ্ঞন জে ও অন্ধ্রপ্রদেশের বোরা বরুণ চক্রবর্তী।
মেয়েদের মধ্যে প্রথম ও সর্বভারতীয় তালিকা চার নম্বরে স্থান পেলেন প্রাঞ্জল আগারওয়াল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊