Latest News

6/recent/ticker-posts

Ad Code

NTA NEET 2023: প্রকাশিত হল নিটের ফল, প্রথম স্থানে দুই জন

NTA NEET 2023: প্রকাশিত হল নিটের ফল, প্রথম স্থানে দুই জন


Best Course


National Testing Agency আজ NEET 2023 এর ফল প্রকাশ করেছে। অফিশিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in এ থেকে ফল দেখতে পারবে পরীক্ষার্থীরা। পাশাপাশি ফল জানা যাচ্ছে neetresults.nic.innta.ac.in তে।

গত ৭ই মে ২০ লক্ষ ৩৮ হাজার ৫৯৬ জন পরীক্ষার্থী নিট পরীক্ষায় বসে এর মধ্যে ১১ লক্ষ ৪৫ হাজার ৯৭৬ জন।

যুগ্মভাবে প্রথম স্থান পেলেন তামিলনাড়ুর প্রভাজ্ঞন জে ও অন্ধ্রপ্রদেশের বোরা বরুণ চক্রবর্তী।

মেয়েদের মধ্যে প্রথম ও সর্বভারতীয় তালিকা চার নম্বরে স্থান পেলেন প্রাঞ্জল আগারওয়াল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code