Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB Panchayat Election: গতকাল সিপিএম এর উপর তৃণমূলের হামলার ঘটনায় প্রকাশ্য ক্ষমা চাইলেন বিধায়ক নিশিথ মালিক

গতকাল সিপিএম এর উপর তৃণমূলের হামলার ঘটনায় প্রকাশ্য ক্ষমা চাইলেন বিধায়ক নিশিথ মালিক

Nomination

সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-


পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গতকাল বর্ধমান ২নং ব্লকে নমিনেশন ফাইল করতে আসে সিপিআইএম। নমিনেশন ফাইল করতে বিডিও অফিসে ঢোকার বেশ কিছুটা আগে বড়শুল মোরে নমিনেশন ফাইল করতে আসা সিপিএম প্রার্থী ও কর্মীদের উপর হামলা চালায় শাসকদল। চলে ইট বৃষ্টি। শাসক দল এবং সিপিএমের হামলায় দু’পক্ষেরি আহত হয়েছেন বেশ কয়েকজন। 



আহত হয়েছেন শক্তিগর থানার ওসি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে পুলিশ।এর পর পলিশের আশ্বাস মত নমিনেশন ফাইল না করে ফিরে জায় সিপিএম।পুলিশের আশ্বাস মতো আজ মঙ্গলবার পুলিশি কড়া নিরাপত্তায় ফের বর্ধমান ২ ব্লকে নমিনেশন ফাইল করতে আসেন সিপিএম।



নমিনেশন চলাকালীন বর্ধমান ২ ব্লকে উপস্থিত থাকেন বর্ধমান উত্তর কেন্দ্রের বিধায়ক নিশিথ মালিক।সেখানেই তিনি সাংবাদিকের মুখোমুখি হয়ে গতকাল তৃণমূল কংগ্রেস যে ঘটনা ঘটিয়েছে তার জন্য প্রকাশ্য ক্ষমা চাইলেন বিধায়ক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code