দক্ষিণ দিনাজপুরের সরকারি গ্রন্থাগারে নিয়োগ, জানুন বিস্তারিত 


Job


রাজ্য জুড়ে একাধিক জেলায় সরকারি গ্রন্থাগারে নিয়োগ চলছে। দক্ষিণ দিনাজপুরের গ্রামীণ গ্রন্থালয়ের জন্য ১৪ জন গ্রন্থাগারিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লোকাল লাইব্রেরি অথারিটির তরফে এই পদে কর্মী নেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা দক্ষিণ দিনাজপুর জেলার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।



এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অথবা অন্য কোনও বিভাগে স্নাতক হওয়া প্রয়োজন। কম্পিউটার অ্যাপ্লিকেশনের কাজ জানা থাকতে হবে। বাংলা ভাষায় দক্ষতা থাকা দরকার। বেতনক্রম হবে প্রতি মাসে ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত।



বিজ্ঞপ্তি অনুসারে, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ই জুন। এরপর, ৩০শে জুলাই হবে লিখিত পরীক্ষা। জানা যাচ্ছে, লিখিত পরীক্ষার পর হবে কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউ। সব কটি ধাপ পেড়িয়ে গেলেই মিলবে চাকরি।