সাত সকালে ভয়ঙ্কর দৃশ্য ময়নাগুড়িতে, নিজের গলায় ছুরি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।



জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ




সাত সকালে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী রইলো ময়নাগুড়ি। দাড়িয়ে থেকে ভিডিও করে গেলেন পথ চলতি মানুষ।



জানা যায়, শনিবার সাত সকালে ময়নাগুড়ি রোড এলাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি প্রকাশ্যে ধারালো ছুরি দিয়ে নিজের গলা কাটার চেষ্টা করে। অনেকটা অংশ কেটেও ফেলেন তিনি। রক্তাক্ত হয়ে পড়েন। এদিকে ওই অবস্থায় ধারালো অস্ত্র ও রক্তাক্ত অবস্থায় ঢুলতে ঢুলতে হাঁটতে থাকেন। কিন্তূ কেন এই ঘটনা। কেনই বা সেই ব্যক্তি ধারালো কিছু দিয়ে নিজের শ্বাস নালি কাটার চেষ্টা করলেন তা এখনো জানা যায়নি।



এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ এসে সেই ধারালো অস্ত্র সহ ওই ব্যক্তিতে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে পরিস্থিতি আশঙ্কা জনক হওয়ায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানা পুলিশ।