Latest News

6/recent/ticker-posts

Ad Code

আচমকা পঞ্চায়েত ভোটের আগে হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের পদ থেকে রহস্যজনক ইস্তফা সভাপতি অশোক জোয়ারদারের

আচমকা পঞ্চায়েত ভোটের আগে হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের পদ থেকে রহস্যজনক ইস্তফা সভাপতি অশোক জোয়ারদারের

Hili


দক্ষিণ দিনাজপুর:

সভাপতির ইস্তফার ঘটনায় অবাক সংগঠনের নেতৃত্বরা। সভাপতির এমনভাবে পদত্যাগ বা ইস্তফা দেওয়াকে কেন্দ্র করে একাধিক গুঞ্জন ছড়িয়েছে হিলি এলাকা জুড়ে। এ বিষয়ে সভাপতি জানান, শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক ব্যস্ততার জন্যই তিনি ইস্তফা দিয়েছেন।




প্রসঙ্গত হিলি বন্দর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে ভারত। অন্যদিকে এই ইস্তফা কেন্দ্র করে ভেঙ্গে গেছে,হিলি সীমান্ত এলাকার এক্সপোর্ট অ্যাসোসিয়েশন কমিটি । ভোটের আগে এমন ঘটনায় হতবাক ব্যবসায়ী মহলের একাংশ ।




এমন পরিস্থিতিতে হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ধীরাজ অধিকারী জানান, "পঞ্চায়েত নির্বাচনের পূর্বে নতুন করে এই বডি বা কমিটি গঠন করা সম্ভব নয়, পঞ্চায়েত নির্বাচনের পরে এ বিষয় নিয়ে কাজ করা হবে"। সেই সঙ্গে তিনি জানান বর্তমানে পাঁচ জনের একটি উপকমিটি গঠন করা হয়েছে তারাই বর্তমানে হিলি এক্সপোর্ট এর বিষয়টি দেখবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code