Holiday: ৮ই জুলাই ছুটি ঘোষণা করলো নবান্ন

holiday



৮ই জুলাই। রাজ্য জুড়ে এদিন এক দফায় পঞ্চায়েত নির্বাচন ‌‌‌। এই ৮ই জুলাইকে সরকারি ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার‌। নবান্নের অর্থ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ৮ই জুলাই ছুটি ঘোষনা করা হয়েছে। রাজ্যের ২২ জেলার যে সমস্ত জায়গায় পঞ্চায়েত ভোট হবে, সেই সমস্ত জায়গাতেই এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।



বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সব এলাকা পঞ্চায়েত ভোট রয়েছে, সেখানকার সরকারি, সরকারি সংস্থা, স্বয়ংশাসিত সংস্থা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান ৮ জুলাই বন্ধ থাকবে। ভোট দেওয়ার জন্য স্থানীয় স্তরে এই ছুটি ঘোষণা করা হয়েছে।



পাশাপাশি যে সব অফিস, শিক্ষা প্রতিষ্ঠানকে ভোট গ্রহণের কাজে ব্যবহার করা হবে, সেই সব প্রতিষ্ঠানে আরও বেশিদিন ছুটি থাকবে। ৬-৭ জুলাই ভোটগ্রহণের কাজে ব্যবহার হওয়া সরকারি প্রতিষ্ঠানগুলিতেও ছুটি ঘোষণা করা হয়েছে। ভোটের আগে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে প্রস্তুতির কাজ সারতে এই ছুটি দেওয়া হয়েছে বলে মনে করছে প্রশাসনের একাংশ। কোনও কর্মী পঞ্চায়েত এলাকার বাইরে কাজ করলে তিনিও ছুটির আওতায় আসবেন।



৮ই জুলাই শনিবার। সাধারনত শনিবার কিছু অফিস ছুটি থাকে আবার স্কুল গুলিতে অর্ধদিবস ক্লাস হয়। কিছু কিছু প্রতিষ্ঠান প্রয়োজনে শনিবার খোলা থাকে। ৮ই জুলাই এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।



যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ভোটগ্রহণকেন্দ্র হিসাবে তৈরি করা হবে সেসকল প্রতিষ্ঠান ৬ জুলাই থেকে তার প্রস্তুতি শুরু করবে ফলে পঠনপাঠন বন্ধ রাখা হবে। তবে ভোটের পরেরদিন রবিবার হওয়ার কারণে কিছুটা সুবিধা হবে। আলাদা করে আর স্কুল পরিষ্কারের জন্য ছুটির প্রয়োজন নেই। সোমবার থেকে আবার পঠনপাঠন শুরু হবে। তবে তার আগে ৬-৭-৮-৯ পরপর চারদিন ছুটি থাকবে স্কুল ও সরকারি প্রতিষ্ঠান। ৯ জুলাই রবিবার হওয়ার কারণে এমনিতেই ছুটি।