বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চের আধুনিকীকরণের উদ্যোগ নেবেন – ইন্দ্রনীল সেন

Indranil Sen



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান, ২১ জুন – 

বর্ধমান জেলার ঐতিহ্যবাহী বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চের আধুনিকীকরণের জন্য কোনো প্রস্তাব গেলে তিনি তা রূপায়ণের চেষ্টা করবেন বলে জানিয়ে গেলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন। বুধবার থেকে বর্ধমানের এই সংস্কৃতি লোকমঞ্চে শুরু হল ২য় বর্ষ পূর্ব বর্ধমান জেলা সঙ্গীত মেলা। 



মেলার মূল উদ্যোক্তা বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস জানিয়েছেন, ৫০০-রও বেশি জেলার শিল্পীদের মধ্যে থেকে ১২৫জনকে বাছাই করে এই সঙ্গীত মেলায় সুযোগ দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিদিন রাতে থাকছে বিভিন্ন শিল্পীর নামে তাঁদের গাওয়া গানের অতিথি শিল্পীরা। 



এদিন এই মেলার উদ্বোধন করতে গিয়ে ইন্দ্রনীল সেন বলেন, বর্ধমানে এই ধরণের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এরফলে জেলায় সুস্থ সংস্কৃতি আরও বাড়বে। এদিনই ইন্দ্রনীল সেন বলেন, সংস্কৃতি লোকমঞ্চের আধুনিকীকরণের জন্য কোনো প্রস্তাব তাঁর কাছে গেলে তিনি তা পালনের জন্য চেষ্টা করবেন। 



উল্লেখ্য, বাম আমলে তৈরী হওয়া এই সংস্কৃতি লোকমঞ্চের বাতানুকুল ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। নতুন করে বাতানুকুল ব্যবস্থা গড়ার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে চেষ্টাও করা হচ্ছে। এদিন মন্ত্রীর এই বক্তব্যের পর সংস্কৃতি লোকমঞ্চের আধুনিকীকরণের বিষয়টি আরও একধাপ এগোলো বলে মনে করছেন জেলাবাসীরা। 



এদিন এই মেলায় অতিথি শিল্পী হিসাবে হাজির ছিলেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ও। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার কাউন্সিলার, পুরপিতা, পুরমাতারাও।