Yellow alert: অতি বর্ষণ সিকিমে, ফুঁসছে তিস্তা, তিস্তা নদীতে জারী হলো হলুদ সতর্কতা

Yellow alert



জলপাইগুড়ি:

সিকিমে অবিরাম বৃষ্টির হয়ে চলায় ইতিমধ্যেই তিস্তা নদীর জলস্তর বাড়তে শুরু করেছে । তিস্তার অসংরক্ষিত এলাকা দোমহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত এলাকায় হলুদ সতর্কতা জারি করলো জলপাইগুড়ি সেচ দপ্তর।

জলপাইগুড়ির সেচ দপ্তরে অবস্থিত সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সঙ্গেই শুক্রবার সকালে ওদলাবাড়িতে অবস্থিত তিস্তা ব্যারেজ থেকে প্রথমে জল ছাড়া হয় ২৬৪৭.৬৩ কিউমেক । পরবর্তিতে ব্যারেজের জল ধারণ ক্ষমতার উর্ধ্বে জলস্তর পৌছে যাওয়ায় বেলা ১২ টা নাগাদ পুনরায় জল ছাড়া হয়েছে যার পরিমান ৩১৭৩.৭৪ কিউমেক।

দফায় দফায় তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়ার ফলে তিস্তা নদীর পার্শ্ববর্তী এলাকায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে ইতিমধ্যেই শঙ্কিত হয়ে পরেছেন তিস্তা পাড়ের বাসিন্দারা।

জলপাইগুড়িতে অবস্থিত সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে পাহাড় অবিরাম বৃষ্টি এবং তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার অন্তর্গত দোমোহনি থেকে হলদিবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় নদীর জলস্তর আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ।