Latest News

6/recent/ticker-posts

Ad Code

সুপ্রীম কোর্টের রায়ের আগেই আন্দোলনের চরম হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের

সুপ্রীম কোর্টের রায়ের আগেই আন্দোলনের চরম হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের


কলকাতা: বকেয়া মহার্ঘ ভাতা (DA) এবং শূন্যপদে স্থায়ী নিয়োগের দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনের সুর আরও চড়া করল সংগ্রামী যৌথ মঞ্চ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে 'নবান্ন ঘেরাও' কর্মসূচির ডাক দিয়েছে।

ডিএ মামলাটি দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে থাকায় হতাশা প্রকাশ করেছেন ভাস্কর ঘোষ। তবে তিনি আশাবাদী যে, ৫ই জানুয়ারি আদালত খোলার পর দ্বিতীয় সপ্তাহের মধ্যেই রায় আসতে পারে এবং তা কর্মীদের পক্ষেই যাবে।
 রাজ্য সরকারের আয় বাড়লেও কর্মীদের বেতন সেই অনুপাতে বাড়েনি বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, কর্মীদের ডিএ থেকে বঞ্চিত রেখে "বাঙালি জাতিকে সস্তার শ্রমিকে" পরিণত করার একটি গোপন এজেন্ডা চালাচ্ছে বর্তমান সরকার।

আন্দোলনের পরবর্তী রূপরেখা হিসেবে ভাস্কর ঘোষ জানিয়েছেন, ব্লকে ব্লকে ও জেলা স্তরে ডেপুটেশনের পর আগামী ২৭শে জানুয়ারি শহীদ মিনারে মহাসমাবেশ করা হবে। তাতেও কাজ না হলে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে নবান্নের সামনে অবস্থান কর্মসূচি নেওয়া হবে ।

নবান্ন অভিযানেও যদি সরকার দাবি না মানে, তবে শেষ পর্যন্ত লাগাতার ধর্মঘটের (Indefinite Strike) পথে যাওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।

শুধুমাত্র ডিএ নয়, প্রায় ৬ লক্ষ শূন্যপদে স্থায়ী নিয়োগ, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং নতুন পে-কমিশন গঠনের দাবিতে তাঁরা রাজ্যপালের হস্তক্ষেপও প্রার্থনা করেছেন ।

ভাস্কর ঘোষ স্পষ্ট করে দিয়েছেন যে, সরকার যদি কর্মীদের ন্যায্য দাবি না মানে, তবে তাঁরা আগামী বিধানসভা নির্বাচনে "বদল"-এর লক্ষ্যে লড়াই করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code