BSF এর গুলিতে ফের মৃত্যু কোচবিহারে, বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি  তৃণমূলের 


bsf firing
কোচবিহারে পথ অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের



বিএসএফের গুলিতে মৃত কোচবিহার মেখলিগঞ্জ এর বাসিন্দা গৌতম বর্মনকে শেষ শ্রদ্ধা জানালো তৃণমূল কংগ্রেস।

কোচবিহার ময়না তদন্তের পরে তার দেহ মেখলিগঞ্জ এর উদ্দেশ্যে রওনা হয়। তার আগে কোচবিহার স্টেশন চৌপতিতে তার মৃতদেহতে শেষ শ্রদ্ধা জানান জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল মুখপাত্র চৈতি বর্মন বড়ুয়া সহ অন্যান্য নেতৃত্ব।

চলতি বছর প্রেম কুমার বর্মনের পর বিনা অপরাধে গৌতম বর্মনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে তৃণমূলের তরফ থেকে অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে।

অভিজিৎ বাবু বলেন, কোচবিহারের সীমান্তবর্তী এলাকায় এইরূপ সন্ত্রাস চলতে থাকলে সীমান্ত সুরক্ষা বাহিনীর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে তৃণমূল কংগ্রেস। এই হত্যার পেছনে কি অভিসন্ধি রয়েছে তা নিয়েও পুলিশি তদন্ত দাবি জানিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের ধারণা, এই হত্যাকাণ্ডের ফলে ফের সীমান্ত অশান্ত করার চক্রান্ত চলছে। এই হত্যাকাণ্ডকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত, শুক্রবার সকালে মেখলিগঞ্জের ফুলকাডাবরিতে বিএসএফের গুলিতে মৃত্যু হয় এক ভারতীয় যুবকের। মৃত যুবকের গৌতম বর্মন(২৮) বৃহস্পতিবার রাত্রে ওই যুবক তার বাড়ির পাশে শৌচকার্য করতে গেলে সেখানে তাকে বিএসএফ আটক করে ও গুলি করে বলে পরিবারের অভিযোগ। এরপর রাত্রেই ওই যুবকের মৃত দেহ বাড়ি থেকে প্রায় ২কিমি দূরে নিয়ে বর্ডারে রাখা হয় বলেও পরিবার সূত্রে জানা গেছে।

শুক্রবার ভোর সকালে পরিবারের লোকেরা জানতে পারেন তাদের ছেলেকে পাচারকারী সন্দেহে গুলি করে হত্যা করা হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে সেখানে পৌছায় কুচলিবাড়ি থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানিয়েছেন কোচবিহারে জেলাশাসক সুমিত কুমার।