প্রাইমারি স্কুলের স্টোর রুমের জানালার গ্রিল ভেঙে চুরি মোটর সহ রান্নার বাসনপত্র
চোরা কারবারিদের দৌরাত্ম যেন দিন দিন বেড়েই চলেছে একের পর এক স্কুল ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নানান জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে।
ঘটনার বিবরণে জানা যায় বামন হাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন বামনহাট নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এর স্টোর রুমের জানালার গ্রিল ভেঙে জলের পাম্প সহ রান্নার বাসনপত্র চুরির অভিযোগ তুলে সাহেবগঞ্জ থানা লিখিত অভিযোগ দায়ের করে স্কুলের প্রধান শিক্ষক সুজিত সাহা।
কারা করছে এইসব কাজ কি করছে প্রশাসন এ নিয়েই উঠছে প্রশ্ন। দিনের পর দিন বামনহাটের বিভিন্ন এলাকা থেকে চুরি হয়ে যাচ্ছে সরকারি সংস্থার বিভিন্ন জিনিসপত্র কোথাও স্কুলের জলের কল কোথাও মোটর পাম্প।
বৃহস্পতিবার গভীর রাতে জানালার গ্রিল ভেঙে চুরি হয় বলে অভিযোগ করেন স্কুলের প্রধান শিক্ষক সুজিত সাহা । তিনি আরো জানান গরমের ছুটির কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল, তারপর গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয় স্কুলের পঠন পাঠন। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ স্কুলের সেই স্টোর রুমের তালা খুলতেই চক্ষু চড়ক গাছ ।নেই মোটর পাম্প বেশ কিছু রান্নার বাসনপত্র ।
তৎক্ষণাত স্কুলের প্রধান শিক্ষক সুজিত সাহা সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অল্প কিছুক্ষণের মধ্যে সাহেবগঞ্জ থানার পুলিশ সংশ্লিষ্ট সেই স্কুলে পৌঁছায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊