পদ্মফুলে মোহভঙ্গ, বুড়িরহাটে ফের ঘাস ফুলে ফিরলো ১৫ টি পরিবার

Burirhat


দিনহাটা


পদ্মফুলে মোহভঙ্গ, বুড়িরহাটে ফের ঘাস ফুলে ফিরলো ১৫ টি পরিবারের সদস্যরা। রবিবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ বুড়িরহাট এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের একটি যোগদান কর্মসূচির মধ্য দিয়ে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া ১৫ টি পরিবারের সদস্যরা ফের তৃণমূলের যোগদান করলেন এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের। 


প্রসঙ্গত গত ১৩ই জুন বুড়িরহাট নাজিরগঞ্জ গ্রামে বিজেপির একটি কর্মসূচির মধ্য দিয়ে এই কয়েকটি পরিবারের সদস্যরা তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঘাসফুল ছেড়ে পদ্মফুল অর্থাৎ বিজেপি যোগদান করে। 

তবে এক সপ্তাহ না কাটতেই পদ্মফুলে মহাভঙ্গ হয়ে ঘাসফুল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যোগদান করে ১৫ টি পরিবারের সদস্যরা। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি আব্দুল সাত্তার। এছাড়াও এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জীব বর্মন, যুব তৃণমূল সভাপতি মৃণাল বর্মন, অঞ্চল তৃণমূল সাধারণ সম্পাদক যাজ্ঞবলকো সিংহ ছাড়াও অন্যান্য নেতৃত্ব। 



এ বিষয়ে ব্লকের সহ-সভাপতি আব্দুল সাত্তার বলেন আমাদের বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীকে মিথ্যে প্রতিশ্রুতি এবং হুমকি দিয়ে জোর করে বিজেপিতে যোগদান করানো হয়েছিল তবে তারা আজ তাদের ভুল বুঝতে পেরে আবারও তৃণমূল কংগ্রেসে যোগদান করল অর্থাৎ আমাদের ঘরের ছেলেরা ঘরেই ফিরল।