Intercontinental Cup Final 2023: ছাংতে-সুনীলের গোলে লেবাননকে হারিয়ে জয় ভারতের 

Intercontinental Cup Final 2023



ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে (Kalinga Stadium, Odisha) ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও লেবানন। প্রথম থেকেই লেবাননের বক্সে ঢুকে সুযোগের খোঁজ চালায় ভারত। দ্বিতীয়ার্ধ শুরু হয়েছে তখন কয়েক সেকেন্ড গড়িয়েছিল, সেই সময়ে লেবাননের বক্সে পৌঁছে গিয়েছিলেন ছাংতে। বক্সের মধ্যে থেকে লেবাননের রক্ষণকে বোকা বানিয়ে ক্রস দেন, তখন সুনীল নিজের অভিজ্ঞতা দিয়ে সেই বলে গোল করতে ভুল করেননি। ১-০ এগিয়ে যায় ভারত।



এরপর ছাংতের গোলে ২-০ করে ভারত। ম্য়াচের ৬৬ মিনিটে সুনীলের পাস যায় মহেশের কাছে। সেখান থেকে লেবাননের গোলে শট নেন মহেশ, তবে সেই বলকে গোলে কনভার্ট করেন ছাংতে। ম্যাচের ৮১ মিনিটে ভারতীয় রক্ষণের স্তম্ভ সন্দেশ ঝিঙ্গানকে একদিকে ফেলে গোলের কাছে পৌঁছে গিয়েছিলেন লেবাননের অ্যাটাকাররা। তবে শেষ পর্যন্ত গোল করতে ব্যর্থ হয় লেবানন।



ছাংতে হলেন ফাইনা ম্যাচের হিরো। একটি গোল করিয়েছেন এবং অন্য গোলটি তিনি করেছেন। ২০১৮ সালে প্রথমবার আয়োজনের বছরেই কেনিয়াকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপরের বার অবশ্য সুনীলদের স্থান ছিল চতুর্থ। চ্যাম্পিয়ন হয়েছিল উত্তর কোরিয়া। এবার আবার ইন্টার কন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হল ভারত।



ভারত যেখানে ১০১ র‍্যাঙ্কিং-এ ছিল সেখানে লেবাননের র‍্যাঙ্কিং ৯৯। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অবশ্য দ্বিতীয়ার্ধে সেই অঙ্ক গুলিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হল ভারত।