ফের লোকালয়ে হাতির তান্ডব, ভাঙলো তিনটি ঘর

Elephant attack


জলপাইগুড়ি জয়ন্ত বর্মণ


ডুয়ার্সের লোকালয়ে হাতির তান্ডব অব্যাহত । সন্ধ্যা হলেই জঙ্গল থেকে হাতি চলে আসছে লোকালয়ে। আর হাতির হানায় রীতিমতো আতঙ্কিত জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা। 



এদিন রাত দশটা নাগাদ ডুয়ার্সের মরাঘাট জঙ্গল থেকে বানারহাট ব্লকের চানাঢিপা এলাকায় ঢুকে পড়ে একটি হাতি। সেখানে রামেশ্বর নামে এক ব্যক্তির একটি শোয়ার ঘর ও রান্নাঘর গুঁড়িয়ে দেয় হাতিটি।




সেই সাথে প্রতিবেশী আরো একজনের শোয়ার ঘর হাতিটি ভেঙ্গে যায় বলে জানা গেছে। পাশাপাশি আশেপাশের কৃষিজ ফসল সহ সুপারি বাগানের ক্ষতি করেছে হাতিটি। 



এমনকি পার্শ্ববর্তী একটি প্রাথমিক বিদ্যালয়ের কিচেন গার্ডেনেও ঢোকার চেষ্টা করে হাতিটি। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। বনদপ্তর সূত্রে জানা গেছে নির্দিষ্ট ফর্মে আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে।