Girls Hostel : একসাথে ছয় সাতটি সাপের আতঙ্কে কাঁপছেন ছাত্রীরা, তারপর কি হলো দেখুন ভিডিওতে
সাপের উৎপাতে আতঙ্কে কাটাচ্ছেন জলপাইগুড়ি সরকারী হসপিটালের নার্সিং ট্রেনিং নিতে আসা ছাত্রীরা। ইতিমধ্যে শুরু হয়েছে বর্ষা । আবহাওয়া দপ্তর কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় জারি করেছে লাল সতর্কতা। এই বর্ষায় জলপাইগুড়িতে সাপের আতঙ্কে কাঁপছেন নার্সিং পড়ুয়া ছাত্রীরা।
তবে ইতিমধ্যে একটি সেচ্ছাসেবী সংগঠন এসে সাপের তল্লাশি করলেও মিলেনি সাপের খোঁজ। বেশ কয়েক দিন থেকে লাগাতার বৃষ্টির জন্য চারিদিকে জলমগ্ন অবস্থায় ছিল। বাদ যায়নি শহর জলপাইগুড়িও।এর মধ্যে ফার্মেসী কলেজ সংলগ্ন ছাত্রীদের আবাসনে কয়েকটি সাপকে একসাথে দেখতে পেয়েছেন ঐ হস্টেলের ছাত্রীরা। ফলে আতঙ্ক ছড়িয়েছে তাদের মাঝে।
যদিও সেচ্ছাসেবী সংগঠন ছুটে আসলেও সাপের খোঁজ পায়নি । বেশ কিছুক্ষণ সময়ে হস্টেলের ভিতরে খোঁজাখুঁজি করলেও মিলেনি সাপ। ফলে এখন পর্যন্ত সাপের আতঙ্কে কাঁপছেন ফার্মেসী কলেজের ছাত্রীরা।
হস্টেলে থাকা এক ছাত্রী বলেন 'এক সাথে ছয় সাতটি সাপ এখানে দেখা গিয়েছিল। কিন্তু খোঁজ মেলেনি।গ্রীন জলপাইগুড়ির থেকে দাদা আসলেও দেখা মিলেনি সাপের । তাই আতঙ্কে আছি।'
ভিডিও নিউজ দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊