কংগ্রেস ছাড়লো জেলা যুব সাধারণ সম্পাদক




পঞ্চায়েত নির্বাচনে টিকিট বন্টন নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে কংগ্রেস ছাড়লো বীরভূম জেলা যুব কংগ্রেস সাধারণ সম্পাদক টিপু মিয়া। টিপু পেশায় একজন স্টোর কর্মী । 



টিপু বলেন, "বর্তমানে কংগ্রেসের মুরারই এক নং ব্লকে কংগ্রেস নেতৃত্বে কিছু বেনে জল ঢোকাতে কংগ্রেস দল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় । তার প্রমাণ এই বিধানসভাকেন্দ্রের প্রতিটা বুথে নিজেরা নিজের সঙ্গে লড়াই করছে পুরনো কংগ্রেস ভার্সেস নতুন কংগ্রেস (যারা সম্প্রতি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে )। সিপিএমের আসনে কংগ্রেস ক্যান্ডিডেট দিয়েছে কিছু কিছু ব্যক্তিকে কংগ্রেসের প্রতীক দেওয়া হয়েছে অথচ যে যারা নতুন কংগ্রেস খুব কাছের তাকে জোট লঙ্ঘন করে নির্দিষ্ট ব্যক্তিকে প্রতীক দেওয়া হয়েছে অথচ আমরা পুরাতন কর্মী হয়েও অবহেলিত । জেলা নেতৃত্বের এই দ্বিচারিতা মনোভাবের জন্য আমি কংগ্রেস দল ত্যাগ করলাম ।"