গ্রাম-শহর বিভাজনের বিরুদ্ধে টোটো চালকদের আন্দোলন 

toto protest



জলপাইগুড়ি:

গ্রাম-শহর বিভাজন মানবে না ই-রিক্সা চালকরা। আজ তারই প্রতিবাদে ই-রিক্সা নিয়ে মিছিল করে জলপাইগুড়ি শহরে জমায়েত করতে গেলে পুলিশ তাদের শহরের বাইরেই আটকে দেয়। 

এদিকে শহরে টোটো চালানোর বিষয়ে সব ইউনিয়নের মতামত নিয়েই সিদ্ধান্ত , শহরবাসীকে বিপদের মুখে ঠেলে দিতে পারে না পৌরসভা, পরিষ্কার জানিয়ে দিলেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়।


বৃহস্পতিবার গড়ালবাড়ী, বেরুবাড়ী মণ্ডলঘাট অঞ্চলের টোটো চালকেরা জলপাইগুড়ি শহরের বুকে টোটো চালানোর অনুমতির দাবীতে আন্দোলন করে শহরে প্রবেশের চেষ্টা করে।


এক সঙ্গে এত টোটো শহরে প্রবেশ করলে যানজট সৃষ্টি হতে পারে এই কারনে আন্দোলনরত গরালবারি, মণ্ডল ঘাট, বেরুবাড়ী থেকে আগত টোটো চালকদের পান্ডা পাড়া পার্কের মোড়ে আটকে দেয়।




এই প্রসঙ্গে জলপাইগুড়ি পৌরসভায় ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়ে বলেন, "জলপাইগুড়ি শহরে এক লক্ষ ৬২ হাজার মানুষ বাস করেন। শহরে টোটো চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে সব কয়টি ই-রিক্সা চালক ইউনিয়ন গুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে , তার পরেই সিদ্ধান্ত হয়েছে পুরসভার পঁচিশটি ওয়ার্ড এবং শহর সংলগ্ন চারটি গ্রাম পঞ্চায়েতের টোটো চলকেরাই শহরের বুকে টোটো চালাতে পারবে।"


তিনি আরও বলেন- "এখন যারা আন্দোলন করছেন সেটা তাদের অধিকার আছে আন্দোলন করার এই বিষয়ে পুলিশ প্রশাসন দেখবে বিষয়টি। কিন্তু জলপাইগুড়ি পৌরসভা কখনোই শহরের শিশু থেকে নাগরিকদের বিপদের মুখে ঠেলে দিতে পারে না।"