দিনে দুপুরে প্রায় ৭ লক্ষ টাকা ছিনতাই কোচবিহারের দেওয়ানহাট বলরামপুর রোডে
দেওয়ানহাট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার(CSP) কর্মী দিবাকর সরকার বৃহস্পতিবার সকালে প্রায় ৭ লক্ষ টাকা নগদ নিয়ে তার বাড়ি বলরামপুর থেকে ব্যাংকের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় দুই আড়াই বছর থেকে এভাবেই দৈনিক তিনি টাকা নিয়ে ব্যাংকে যান।
কিন্তু আজ ঘটলো বিপত্তি, টাকা নিয়ে যাওয়ার সময় তার সম্পূর্ণ টাকা মারধর করে নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় দিবাকর কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে।
তার জবানবন্দী অনুযায়ী, তিনি তার বাড়ি থেকে বেরিয়ে ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় আমতলী এলাকায় একটি সাদা রঙের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন। সেই গাড়ির কাছাকাছি আসতেই পাশের থেকে কেউ একজন তার বুকে সজোরে লাঠি দিয়ে আঘাত করে। তিনি তার মোটরবাইক সহ মাটিতে পড়ে যান। শুরু হয় প্রচন্ড মার। প্রায় অজ্ঞান হওয়ার উপক্রম হয় দিবাকরের । তার ব্যাগে থাকা প্রায় সাড়ে সাত লক্ষ টাকা এবং অন্যান্য সামগ্রী যেমন মোবাইল ফোন এবং তার নিজস্ব কিছু টাকা-পয়সার সম্পূর্ণটাই নিয়ে তারা পালিয়ে যায়। গাড়িতে চার থেকে পাঁচ জন লোক ছিল তারা সকলেই অজ্ঞাত বলে জানান তিনি।
ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অভিযোগ তাকে মদের বোতল, লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। এমতাবস্থায় আতঙ্কিত হয়ে রয়েছেন অন্যান্য সিএসপি কর্মীরাও।
তাদের দাবি এই ঘটনা তাদের সাথে ঘটতে পারে। প্রকাশ্য দিবালোকে যেভাবে হামলা চালানো হয়েছিল তা অত্যন্ত আতঙ্কের।
যদিও ভাই ইতিমধ্যে সিসিটিভি ফুটেজের মাধ্যমে ঘাতক গাড়িটিকে সনাক্ত করা হয়েছে। তবে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনকিছু জানানো হয়নি। তবে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
আক্রান্ত দিবাকর সরকারের মা মায়া সরকার বিশ্বাস বলেন, জীবনে কখনো ছেলের গায়ে হাত দেয়নি, ছেলের এই করুন পরিণতি দেখে ভীষণ কষ্ট হচ্ছে সেই সঙ্গে আতঙ্ক তৈরি হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊