দিনহাটা শ্যুট আউট কাণ্ডে সরব হলেন শুভেন্দু, CBI তদন্তের দাবি 

Suvendu Adhikari


পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) আগে দিনহাটায় শ্যুট আউট নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য। বাড়িতে ঢুকে গুলি করে বিজেপি কর্মী প্রশান্ত রায় বসুনিয়াকে খুন করেছে দুস্কৃতিরা। নিহত যুবক দলের ২৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বলে জানা গিয়েছিল। যা নিয়ে রাজনীতিতে চাপান উতোর। গেরুয়া শিবিরের অভিযোগ, খুন করেছে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপির এই দাবি মানতে নারাজ তৃণমূল।



এই ঘটনায় সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খুনের ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছেন শুভেন্দু অধিকারী। ট্যুইট করে শুভেন্দু বলেন, 'রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, শয়ে শয়ে তৃণমূল কর্মী আঞ্চলিক দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। দলের এই অবক্ষয়ে আতঙ্কিত তৃণমূল, তার জেরেই বিজেপি নেতাকে খুন।'




দিনহাটার এই শ্যুট আউট কাণ্ডে তৃণমূলের দিকেই অভিযোগের তীর শুভেন্দু অধিকারীর। তাঁর অভিযোগ, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ তাই অবিলম্বে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।