Latest News

6/recent/ticker-posts

Ad Code

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, দিনহাটা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, দিনহাটা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস 

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, দিনহাটা বিজ্ঞান কেন্দ্রের


অনুপম মোদক


পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, দিনহাটা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এবছর ৫০ তম পরিবেশ দিবস পালিত হলো দিনহাটা উচ্চ বিদ্যালয়ে। এই উপলক্ষ্যে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতায় আদর্শ পরিবেশ বা পরিবেশ সচেতনতার মতো বিষয় মাথায় রেখে বিভিন্ন বিভাগে মোট প্রায় ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শেষে প্রত্যেক প্রতিযোগী এবং তাদের অভিভাবকদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। প্রতিযোগীদের মধ্যে পরিবেশ সচেতনতার বিষয়ে আলোচনা হয় ও এ বছরের পরিবেশ দিবস উদযাপনের স্লোগান #BeatPlasticPollution বা "প্লাস্টিক দূষণ প্রতিরোধ করুন" এই স্লোগানকে সামনে রেখে একটি পদযাত্রার আয়োজন করা হয়। প্রতিযোগীরা ও তাদের অভিভাবকরা প্রত্যেকেই হাতে গাছের চারা ও প্লাকার্ড নিয়ে পদযাত্রা অংশগ্রহণ করেন।




দিনহাটা বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক মনমোহন নাথ বলেন "IPCC র সুপারিশকে কোনরকম তোয়াক্কা না করে পরিবেশের সম্পদের উপর অর্থলোলুপ শ্রেণীর লুটেরা দৃষ্টির কারণে আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে তাতে করে সুশীল সমাজ পরিবেশের প্রতি তাদের দায়িত্ব পালন না করলে আগামী প্রজন্মের জন্য এ পৃথিবী বাসযোগ্য নাও থাকতে পারে।



দিনহাটা বিজ্ঞান সভা, মাতালহাট বিজ্ঞান সভা ও এবং আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্রের সদস্যদের সার্বিক ও নিরলস সহযোগিতা ছাড়া আজকের উদযাপন সফল করা যেত না। তাদের সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা"।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code