ফের উত্তপ্ত দিনহাটার গিতালদহ, তৃণমূল প্রার্থীর স্বামীকে গুলি করার অভিযোগ
দিনহাটা
আগামী ৮ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। মনোনয়ন পর্ব শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির চিত্র ফুটে উঠেছে। কোচবিহার জেলার দিনহাটা দুই নং ব্লক সাহেবগঞ্জ বিডিও অফিসেও মনোনয়ন ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয়। এদিকে আজ দিনহাটা এক নং ব্লকের গিতালদহে অশান্তির চিত্র। এর আগেও একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছে গিতালদহ।
পঞ্চায়েত ভোটের প্রাক্কালে আবারও উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা ১ নং ব্লকের গিতালদহ। এদিন গিতালদহ ১নং গ্রাম পঞ্চায়েতের কোনামুক্তা গ্রামে অভিযোগ উঠলো গুলি চালানোর। গুরুতর অসুস্থ অবস্থায় দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয় আহতকে। পরবর্তিতে পরিস্থিতি আশঙ্কাজনক থাকায় কোচবিহারে স্থানান্তরিত করা হয়।
ঘটনার বিবরণে জানা যায় কোনামুক্তা গ্রামের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডলি খাতুনের স্বামী আজিজুর রহমান যখন দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিল ঠিক সেই সময় ওই একই গ্রামের নির্দল প্রার্থী হামিদুল হকের সমর্থকরা তাকে পথ আটকে বেধড়ক মারধর করে ও তার পায়ে গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি তৃণমূল কংগ্রেসের প্রার্থীর স্বামী আজিজুর রহমান।
খবর পেয়ে ইতিমধ্যে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে বলে খবর।
বিস্তারিত জানুন ভিডিও নিউজে- Click Here
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊