Red Alert : আগামী ২৭ জুন, ২০২৩ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, বন্যার আশঙ্কা ! 


rain red alert



উত্তরবঙ্গে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের পরিমান বৃদ্ধির জন্য ২৭ জুন পর্যন্ত ভারী থেকে অতি ভারী ও অতিরিক্ত ভারী বৃষ্টির সম্বাবনা আছে ।


বেশিরভাগ সময় আকাশ ঘনকালো মেঘে ঢেকে থাকবে ও দফায় দফায় থেকে দীর্ঘসময় জুড়ে বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বৃষ্টিপাতের বন্টনের তারতম্য থাকবে যেমন কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোনো কোনো সময় বিপজ্জনক বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। তবে বেশিরভাগ সময় ভারী বর্ষণ হবার সম্ভাবনা রয়েছে।




ইতিমধ্যে সতর্কবার্তা জারি করেছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ জানিয়েছে আজ ২০/০৬/২০২৩ কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেন্টিমিটার), এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলার একটি দুটি জায়গাযায় অতিরিক্ত ভারী বৃষ্টির (>২০ সেন্টিমিটার) সম্ভাবনা আছে। ফলে এই দুটি জেলার ক্ষেত্রে লাল সতর্কতা জারি করেছে।


তবে কমলা সতর্কতা জারি করেছে কালিম্পং ও দার্জিলিং জেলার ক্ষেত্রে। এখানে একটি দুটি জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা আছে।


আগামী কাল ২১ জুন ও লাল সতর্কতা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের মতে এই তিন জেলায় কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেন্টিমিটার), এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলার একটি দুটি জায়গাযায় অতিরিক্ত ভারী বৃষ্টির (>২০ সেন্টিমিটার) সম্ভাবনা আছে।


তবে কমলা সতর্কতা কালিম্পং ও দার্জিলিং জেলার ক্ষেত্রে। এই দুই জেলার একটি দুটি জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা আছে।


এছাড়াও হলুদ সতর্কতা দেখানো হয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে। এখানে একটি দুটি স্থানে ভারী বৃষ্টির (৭-১১ সেন্টিমিটার) সম্ভাবনা আছে।


যদিও উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ ২২ জুন থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমার কথা জানিয়েছে। ফলে ২২ জুন থেকে কমলা সতর্কতার কথা বলা হয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে। এই তিন জেলায় কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭-২০ সেন্টিমিটার) সম্ভাবনা আছে।


উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ জানিয়েছে এই ভারী বৃষ্টিপাতের ফলে-

১) দার্জিলিং, কালিম্পং এর পাহাড়ি এলাকায় ধ্বস নামার সম্ভাবনা আছে।


২) তিস্তা, জলঢাকা, সঙ্কশ ও তোর্সা জলস্তর বাড়ার সম্ভাবনা আছে।
৩) অতিরিক্ত বৃষ্টির জন্য বাতাসের দৃশ্যমানতা কমবে।


৪) সবজি ও ফল এর ক্ষতির সম্ভাবনা আছে।


৫) নিচু জমিতে জল জমে যাওয়ার সম্ভাবনা আছে।


৬) কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় মাঝারি থেকে বেশী হড়কা বান/ বন্যার সম্ভাবনা আছে।



অপরদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। হাওড়া হুগলি কলকাতা নদীয়া ২৪ পরগণা মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। প্রবল বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, দমকা হাওয়া বয়ে যেতে পারে। পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম জেলায় ভারী জোরদার বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য যায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।