D. El. Ed ভর্তি নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের 


highcourt



D. El. Ed ভর্তি নিয়ে বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। আগামী ৯ই জুন পর্যন্ত ডিএলএড-এ ভর্তি স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার কলকাতা হাইকোর্টের অবকাশকালীন ৯ জুন পর্যন্ত ভর্তি প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে।




পর্ষদের রাতারাতি ভর্তিপ্রক্রিয়া শেষ করার নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ছাত্রছাত্রীদের একাংশ। এদিনের এই স্থগিতাদেশে রাজ্যে ৬০০ ডিএলএড প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় ৩০০০০ হাজার ছাত্রছাত্রীর ভর্তি আটকে গেল।



এর আগে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ডিএলএডে ভর্তিতে একাধিক বেনিয়ম খুঁজে পান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিকে গত ৩০শে জুন পর্ষদের তরফে ৩রা জুনের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করার বিজ্ঞপ্তি দিলে মামলা গড়ায় আদালতে।



বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে মামলাটির শুনানি হয়। সেই শুনানিতে ৬ই জুন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া স্থগিতাদেশ দেয় আদালত। আদালতের স্বাভাবিক কাজকর্ম শুরু হলে ৬ জুন মামলাটি ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে উঠবে।