Breaking News: দিনহাটায় মৃত তৃণমূল কংগ্রেস কর্মী ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ! দাবী নিশীথের
গতকাল আবারো উত্তপ্ত হয়ে উঠে দিনহাটা ১ নং ব্লকের গিতালদহের জারিধরলা, দরীবস গ্রাম। সোমবার ভোররাতে বাবু হক নামের এক তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে তাকে গুলি করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অভিযোগ করে তৃণমূল কংগ্রেস।
ঘটনায় গুরুতর আহত ৭ জন এবং একজন মৃত, একজন গুরুতর অবস্থায় শিলিগুড়িতে চিকিৎসাধীন এমনটাই জানিয়েছেন জেলা পুলিশও। পুলিস সুপার এসপি সুমিত কুমার জানিয়েছিলেন, "ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ফেন্সিংও নেই, নেই ফোর্স। ওপারে কিছুটা দূরে লোকজন দাড়িয়ে আছে। আমরা বিএসএফ এর সহায়তায় বিজিটি এর সাথে কথা বলে কীভাবে ওদের ধরা যায় তা দেখছি। পাশাপাশি ওখানে একটা ক্যাম্প করা হবে।" পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কি না তা জানতে চাইলে তিনি বলেন, "কিছু লোক বিজেপি করছিল, কিছু লোক তৃণমূল, তাঁদের মধ্যেই ঝামেলা হয়েছে।"
গতকাল সাংবাদিক বৈঠকে দিনহাটায় অশান্তি তৈরির পেছনে বিজেপিকে কাঠগোরায় দাড় করেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে তল্লাশীর দাবী তোলেন। সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সরাসরি সাংবাদিকদের সামনে মৃত ব্যক্তিকে তৃণোমূল কংগ্রেসের সমর্থক বলে পরিচয় দেন।
আজ সাংবাদিক বৈঠকে কার্যত পর্দা ফাঁস করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। জারিধরলায় মৃত বাবু মিয়াঁ যাকে তৃণমূল কংগ্রেসের কর্মী বলে পরিচয় দেওয়া হচ্ছে তিনি একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। বাংলাদেশেও রয়েছে তার ভোটার কার্ড সহ যাবতীয় সরকারি পরিচয় পত্র।
এদিন দুপুরে সাংবাদিক বৈঠক শুরু হবার আগে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে জেলা বিজেপি নেতৃত্ব। সেই ভিডিও ফুটেজ এর দেখা যাচ্ছে মৃত তৃণমূল কংগ্রেস কর্মী বাবু হক, ওরফে ফকরা বাবু বাংলাদেশ বর্ডার গার্ড এর হাতে গ্রেফতার অবস্থায় আছে এবং তার বুকে ঝোলানো প্লে কার্ডে লেখা আমি ভারতীয় কুখ্যাত সন্ত্রাসী,চোরাকারবারীদের হোতা ফকুরা বাবু। আর এই পুরনো ভিডিও ফুটেজ প্রকাশ করে মৃত তৃণমূল কংগ্রেস কর্মী বাংলাদেশী নাগরিক! এমনটাই চাঞ্চল্যকর দাবি রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊