অবসর নিতে চলেছেন মুখ্যসচিব দ্বিবেদী, বাড়বে কি এক্সটেনশন? 

Harikrishna Diwbedi



দুদিন বাদেই অবসর নিচ্ছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি। আলাপন বন্দোপাধ্যায়ের পর মুখ্যসচিবের দায়িত্ব নিয়েছেন তিনি। জানা যাচ্ছে এক মাস আগেই কেন্দ্রকে হরিকৃষ্ণ দ্বিবেদির এক্সটেনশন চেয়ে চিঠি লিখেছে রাজ্য। কিন্তু চিঠির কোনো উত্তর এখনও মেলেনি বলেই খবর।



এক্সটেনশন এর জন্য কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং-এ প্রায় এক মাস আগে চিঠি পাঠিয়েছে রাজ্য। তবে এখনো কোনো উত্তর না মেলায় পরবর্তী মুখ্যসচিব কে হবেন তা ভেবে রেখেছে রাজ্য।



নবান্ন আশাবাদী এক্সটেনশন মিলবে দ্বিবেদীর। তবে এর আগে আলাপন বন্দোপাধ্যায়ের সময় ১০ দিন আগেই চিঠি এসেছিল তবে এবার এখনও চিঠির উত্তর মেলেনি।