ঈদের শুভেচ্ছা জানান প্রিয়জনকে, রকমারি ছন্দে, রকমারি ছবিতে 



Eid



ইসলাম ধর্মের মানুষদের সবচেয়ে বড় উৎসব ঈদ। একটি ঈদ উল ফিতর অপরটি ঈদ উল আযহা। ঈদ উল আযহা-র ঈদে প্রধানত ঈদের নামাজের পর পশু কোরবানির নিয়ম। 9 জুলাই, 2022-এ সারা বিশ্বে মুসলমান ধর্মের মানুষেরা পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত করে৷ যেহেতু ভারত সৌদি আরবের একদিন পর বকরিদ বা ঈদ-উল-আজহা উদযাপন করে, ভারতে বসবাসকারী মুসলমানরা 10 জুলাই এই উত্সবটি পালন করবে৷

Eid Greetings


৩০ জুন অর্ধচন্দ্রাকারে জিলহজ্ব মাসে চাঁদ দেখা যাওয়ার পর সৌদি আরব ৯ জুনকে ঈদ-উল-আযহা উদযাপনের দিন হিসেবে ঘোষণা করে।


 


কোরবানি দেওয়া পশুর মাংস তিন ভাগে ভাগ করে একভাগ নিজেদের জন্য, এক ভাগ আত্মীয় স্বজন ও একভাগ অসহায় , দুঃস্থ মানুষদের বিতরণ করা হয়। এভাবেই খুশির ঈদ উল আযহায় ইসলাম ধর্মের মানুষ নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নেয়। 

আর এবারেও ঠিক তাই। বিধি নিষেধ মেনে ঘরে বসেই বা ছোটো ছোটো আকারে জমায়েত করে পালিত হবে ঈদ।

প্রিয়জনদের শুভেচ্ছা জানান digital Greetings দিয়ে। 



Eid