পেট্রোল পাম্পে পেট্রোলের বদলে মিলছে জল, এমনই অভিযোগ তুলে পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভের সামিল হল একাধিক গাড়ির চালক।
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ
জানা গেছে সোমবার রাত ন'টা নাগাদ ধুপগুড়ি শহর সংলগ্ন ভট্টাচার্যী পেট্রোল পাম্প নামক পাম্পে একাধিক বাইক চালক ও চার চাকার চালক গাড়ি নিয়ে সেখানে তেল ভরতে যান। তেল নিয়েছেন সকলেই কিন্তু গাড়ি স্টার্ট করতে গেলে স্টার্ট করতে পারছিলেন না। একে একে একাধিক গাড়ি, একই পরিস্থিতির শিকার হন। কি কারনে এমন হচ্ছে তা সকলের মনেই দানা বাড়তে শুরু করে। অনেকেই আবার নিকটবর্তী গ্যারেজ কিংবা পাম্পের মধ্যেই বোতলই করে পেট্রোল বের করে গাড়ির ট্র্যাঙ্ক থেকে, তারপরেই চালকদের চক্ষু চরক গাছ হয়ে পড়ে। আধা পেট্রোল অধিকাংশই জল বের হয়ে আসে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পাম সংলগ্ন এলাকায়।
চালকদের অভিযোগ, পাম্পে এসে তেল ভরলাম কে জানে আচমকা তেলের মধ্যে জল মিলবে। তারা আরোও বলেন এই পাম্পের কর্তৃপক্ষ এর জন্য দায়ী। আগামীতে যাতে এই ভুল না হয় সেই দিকে নজর রাখতে হবে, ইন্ডিয়ান অয়েল সংস্থাকে।
যদিও এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষকে জানানো হলে তিনি অভিযোগ করেন, বৃষ্টির জমা জল কোনোভাবে তেলের সঙ্গে মিশে যায়।
যদিও সত্যিটা অধরা থেকে গেল পুরো ঘটনার তদন্তের আশ্বাস দেন গাড়ি চালকরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊