'বিজেপির বেশিরভাগ চোর, ডাকাত, গুন্ডা': মমতা বন্দ্যোপাধ্যায় 

Mamata banerjee


রাজ্যে ঘোষনা হয়েছে পঞ্চায়েত নির্বাচন। মনোনয়ন পর্ব শুরু হতেই দিকে দিকে হিংসার চিত্র ফুটে উঠেছে রাজ্য জুড়ে। এবার সেই হিংসা নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 



এদিন মুখ্যমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত ২ লক্ষ ৩১ হাজার মনোনয়ন জমা পড়েছে। যার মধ্যে তৃণমূল কংগ্রেস ৮২ হাজার মনোনয়ন পত্র জমা দিয়েছে। বিরোধী দলগুলি একযোগে ১ থেকে দেড় লক্ষ মনোনয়ন জমা করেছে।




এরপরও বিরোধীদের একহাত নেন তিনি। কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, বিরোধীরা ভাতের সঙ্গে মাংস চাইবে, ইলিশ মাছ চাইবে। এরপরই তিনি বিজেপিকে একহাত নেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপির বেশিরভাগ চোর, ডাকত, গুন্ডা।'



'বিজেপির বেশিরভাগ চোর, ডাকত, গুন্ডা': মমতা বন্দ্যোপাধ্যায়

Posted by Sangbad Ekalavya on Friday, June 16, 2023