NLC Recruitment: মাধ্যমিক যোগ্যতায় একাধিক শূন্যপদে নিয়োগ করছে কেন্দ্রীয় বিদ্যুৎ সংস্থা
নেয়াভেলী লিগনাইট কর্পোরেশন লিমিটেড (NLC) -এ একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রায় পাঁচশ শূন্যপদে নিয়োগ করতে এই নিয়োগ ড্রাইভ চালাচ্ছে এনএলসি।
পদের নাম – Industrial Trainee [Specialized Mining Equipment (SME) Operations]
মোট শূন্যপদ – ২৩৮ টি।
শিক্ষাগত যোগ্যতা – ভারতের যেকোনো AICTE/ UGC/State Board of Technical Education স্বীকৃত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে 3 years Diploma in Engineering কোর্স সম্পূর্ণ করা চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ২২,০০০ টাকা।
পদের নাম – Industrial Trainee (Mines & Mine Support Services)
মোট শূন্যপদ – ২৬২ টি।
শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ সহ ভারতের যেকোনো স্বীকৃত ITI প্রতিষ্ঠান থেকে Fitter/ Turner/ Electrician/ Welding/ MMV/ Diesel Mechanic/ Tractor Mechanic/ Civil/ Foundry অথবা Cable Jointing ট্রেডে ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীদের NAC সার্টিফিকেট থাকলে এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ১৮,০০০ টাকা।
আবেদনকারীর বয়স ৩৭ বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হবে।
আগ্রহী প্রার্থীদের অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.nlcindia.in এ বিস্তারিত জানতে হবে এবং আবেদন করতে হবে। আগামী ৮ই জুলাই ২০২৩ এর মধ্যে প্রার্থীদের আবেদন করতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊