WB Panchayat Election: শেষদিনে বাজিমাত, মনোনয়নে শীর্ষে তৃণমূল কংগ্রেস 


TMC


৮ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা পড়ে গেছে। নীতি অনুযায়ী ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নির্বাচন একত্রে। মনোনয়ন জমায় প্রথম স্থানে রয়েছে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস।




তৃণমূলের জমা পড়েছে ৮২ হাজার ৮২৭টি নমিনেশন। দ্বিতীয় স্থানে বিজেপি, জমা পড়েছে ৫৫ হাজার ৫৪৬ মনোনয়নপত্র। সিপিএম- ৪৭ হাজার ৭১০, কংগ্রেস- ১৭ হাজার ৩৭৬, ফরওয়ার্ড ব্লক ১ হাজার ৫৮২। নির্দল- ১৫ হাজার ৮৪৩ এবং অন্যান্য- ১০,১৪১টি মনোনয়নপত্র জমা পড়েছে।




জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত মিলিয়ে রাজ্যে মোট আসন ৭৩ হাজার ৮৮৭। তৃণমূলের মনোনয়ন জমা পড়েছে ৮২ হাজার ৮২৭, তিনটি স্তর মিলিয়ে যা ৮ হাজার ৯৪০ বেশি।



পঞ্চায়েত নির্বাচন ২০২৩ মনোনয়নের দলগত হিসেব-

তৃণমূল কংগ্রেসের মনোনয়ন (মোট ৮৫ হাজার ৮১৭টি)

জেলা পরিষদ: ১০৭৯টি, পঞ্চায়েত সমিতি: ১১,৫২৭টি, গ্রাম পঞ্চায়েত: ৭৩,২১১টি

বিজেপির মনোনয়ন (মোট ৫৬ হাজার ৩২১টি)

জেলা পরিষদ: ১০৫৮টি, পঞ্চায়েত সমিতি: ৮,৮৮২টি, গ্রাম পঞ্চায়েত: ৪৬,৩৮১টি

সিপিএমের মনোনয়ন (মোট ৪৮ হাডার ৬৪৬টি)

জেলা পরিষদ: ৮৩৪টি, পঞ্চায়েত সমিতি: ৭,৩৮৩টি, গ্রাম পঞ্চায়েত: ৪০,৪২৯টি

কংগ্রেসের মনোনয়ন (মোট ১৭ হাডার ৭৫০টি)

জেলা পরিষদ: ১৪,২০৫টি, পঞ্চায়েত সমিতি: ২,৮০৪টি, গ্রাম পঞ্চায়েত: ১৪,২০৫টি