দিনহাটা পৌরসভার সুবর্ণ জয়ন্তী বর্ষে একাধিক সমস্যার সমাধানে স্বারকলিপি প্রদান করলো সিপিআই (এম)


dinhata



একদিকে যখন দিনহাটা পৌরসভার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন হচ্ছে কেক কেটে ঠিক তখন দিনহাটা পৌরসভার একাধিক সমস্যা নিয়ে আজ সিপিআই (এম) দিনহাটা এরিয়া কমিটির পক্ষ থেকে প্রতিনিধিমূলক স্বারকলিপি দেওয়া হলো দিনহাটা মহকুমা শাসককে ।


এদিন দিনহাটা সিপিআই (এম) এরিয়া কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল দিনহাটা মহকুমা শাসকের করণের ভারপ্রাপ্ত আধিকারিকের সাথে দেখা করে মোট পাঁচ দফা দাবী সম্মিলিত তাদের স্বারকলিপি তুলে দেন তার হাতে।


এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিপিআই (এম) দিনহাটা এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস দেব, কোচবিহার জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস,এরিয়া কমিটির সদস্য সমীর চৌধুরী,কাজল রায়,জয় চৌধুরী সহ অন্যান্যরা।


এদিন স্বারকলিপি প্রদান শেষে দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবনে সাংবাদিক সম্মেলন করে জঞ্জাল সমস্যা সহ বিভিন্ন অভিযোগে দিনহাটা পৌরসভার বিরুদ্ধে সোচ্চার হন সিপিআই (এম) নেতৃবৃন্দ।


আজকের এই স্বারকলিপি যে দাবিগুলো নিয়ে প্রদান করা হয় সেগুলি হলো __


১/ দিনহাটা পৌরসভা বর্জ্য নিষ্কাশনে ব্যর্থ। শহরের বাজার,জনবহুল জায়গা ড্রাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে।অবিলম্বে প্রযুক্তি নির্ভর বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা করে ব্যবসায়ী ও শহরবাসীকে ডাম্পিং গ্রাউজ থেকে মুক্তি দিতে হবে। বর্জ্য নিষ্কাশনের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।


2/ দিনহাটা শহরে নিকাশি ব্যবস্থার মাস্টার প্ল্যান অবিলম্বে গ্রহণ করতে না পারলে আসন্ন বর্ষায় শহর জলমগ্ন হবে। এবিষয়ে অবিলম্বে পদক্ষেপ জরুরী।


৩/ "House for All" স্কিমে সমস্ত গরীর মানুষের ঘর দেওয়ার ব্যবস্থা করতে হবে। ঘর নিয়ে দলবাজি বন্ধ করতে হবে


৪/ দিনহাটা মহকুমা হাসাতালের আয়ারাজ বন্ধ করা ও পরিষেবার মান উন্নয়ন করতে হবে।


৫/ দিনহাটাকে আন্তর্জাতিক করিডোর হিসেবে ঘোষনা করতে হবে।