সমাজকর্মী রাজা বৈদ্য এর জন্মদিনে রক্তদান শিবির

Bdc



সমাজকর্মী রাজা বৈদ্য এর জন্মদিন উপলক্ষে এক মহতি রক্তদান উৎসবের আয়োজন হয়েছিল কোচবিহারে।




স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশন এর কর্ণধার রাজা বৈদ্য এর জন্মদিন উপলক্ষে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল কোচবিহার সাগরদিঘী কোট চত্বরে।




দীর্ঘ সাত বছর থেকে রাজা বৈদ্য এর জন্মদিন উপলক্ষ্যে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় কোচবিহারে।




এই মহতী রক্তদান শিবিরে মোট 25 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন সেন্ট জোনস ব্লাড ব্যাংক।




রক্তদান শিবিরের পাশাপাশি আজ রক্ত যোদ্ধা সংগঠনদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান করা হয় আলিপুরদুয়ার ইমারজেন্সি ব্লাড সার্ভিস, কোচবিহার আস্থা ফাউন্ডেশন, সমাজকল্যাণে বোকালির মঠ সংস্থাকে।




শিবিরের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি অমিতাভ দাস, বিশিষ্ট সমাজকর্মী অরূপ গুহ, রথীন পাঠক, বাপ্পা কর, নিরঞ্জন চক্রবর্তী প্রমূখ।