Latest News

6/recent/ticker-posts

Ad Code

Asia Cup 2023: কাটল জট, ঘোষিত হল এশিয়া কাপের সূচি, পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে ম্যাচ

Asia Cup 2023: কাটল জট, ঘোষিত হল এশিয়া কাপের সূচি, পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে ম্যাচ

Asia Cup


ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) আগে হচ্ছে এশিয়া কাপ (Asia Cup)। কাটলো জট, হাইব্রিড মডেলে ৫০-৫০ ওভারে এশিয়া আয়োজন হতে চলেছে। এশিয়ান ক্রিকেট সংস্থার তরফে টুর্নামেন্টের দিনক্ষণ ও ম্যাচকেন্দ্র ঘোষণা করা হল।



আগামী ৩১শে অগাস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ চলবে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত। এবছর প্রাথমিকভাবে পাকিস্তানে এশিয়া কাপের আসর বসার কথা থাকলেও পাকিস্তানে মাত্র ৪টি ম্যাচ হবে বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। কার্যত, বিসিসিআইয়ের আপত্তির কারণেই পাকিস্তানে হচ্ছে না এশিয়া কাপের সব ম্যাচ।



এবছর ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল মোট ৬টি দল অংশ নেবে টুর্নামেন্টে। গ্রুপ এ তে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল এবং বি-গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।



জানা যায়, ভারত সহ বেশ কয়েকটি দেশ পাকিস্তানে এশিয়া কাপের আয়োজন না করে অন্য কোথায় আয়োজনের দাবি জানায়। ভারত সরাসরি পাকিস্তানে এশিয়া কাপ না খেলার স্পষ্ট বার্তা দেয়। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাইব্রিড মডেলকেও আপত্তি জানায় অন্যদিকে পিসিবি নিজের দেশে কয়েকটা ম্যাচ করার দাবি জানায়। সবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাব মেনে নেওয়া হয়।



গ্রুপ লিগে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে ১টি করে ম্যাচ খেলবে। ২টি গ্রুপ থেকে ২টি করে দল সুপার ফোরের যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে ১টি করে ম্যাচ খেলবে। সুপার ফোরের প্রথম ২টি স্থানে থাকা দল নিজেদের মধ্যে খেতাবি লড়াইয়ে মাঠে নামবে।

লিগ পর্ব, সুপার ফোর ও ফাইনাল মিলিয়ে মোট ১৩টি ম্যাচ হবে এশিয়া কাপে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code