‘মেয়ের বয়সী’ অভনীতের ঠোঁটে ঠোঁট নওয়াজের, সমালোচনার ঝড় নেট দুনিয়ায়

Tiku weds sheru




রোম্যান্টিক কমেডি ‘টিকু ওয়েডস শেরু’তে নওয়াজউদ্দিন সিদ্দিকির নায়িকা হিসাবে অভিনয় করবেন অভিনীত কৌর। ‘টিকু ওয়েডস শেরু’ ট্রেলর প্রকাশ্যে আসতেই তোলপাড় নেট পাড়া। হাঁটুর বয়সী নায়িকার ঠোঁটে ঠোঁট রেখে রোমান্সে মত্ত নওয়াজউদ্দিন। আর এই দৃশ্য ঘিরেই নেটমাধ্যমে সমালোচনার ঝড়।




প্রযোজক কঙ্গনা রানাওয়াতের ‘শেরু ওয়েডস টিকু’ দিয়েই রুপোলি সফর শুরু করছেন সোশ্যাল মিডিয়ায় সেনসেশন অভনীত। বুধবার ট্রেলর সামনে আসতেই দেখি যায়, মেয়ের বয়সী অভিনীত কৌরের ঠোঁটে ঠোঁট দিয়ে চুমু খাচ্ছেন নওয়াজউদ্দিন। সেই নিয়ে শুরু সমালোচনা-বিতর্ক।




ভারতীয় সংস্কৃতির পক্ষে সবসময় সওয়াল করা কঙ্গনা রানাওয়াতের ছবিতে এমন দৃশ্য দেখে চমকে গেছেন অনেকেই। এক ক্ষুব্ধ নেটিজেন লেখেন, ‘খুব হতাশাজনক! অভনীতের বয়স মাত্র ২১, তাঁর বিপরীতে এমন একজন রয়েছে যার বয়স ৪৯ বছর! তাকেই আবার চুমু’। অপর একজন লেখেন, ‘কঙ্গনার ছবিতে এমন দৃশ্য, ভাবাই যায় না’।







এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন সাই কবীর। শিরাজ খান আফগানি ওরফে শেরু এবং তসলিম খান ওরফে টিকু নিজেদের স্বপ্নপূরণের সফরে কীভাবে পরস্পরের পরিপূরক হয়ে উঠবেন সেই নিয়েই এগোবে ছবির গল্প। আগামী ২৩শে জুন আমাজন প্রাইম ভিডিয়োয় সরাসরি মুক্তি পাবে এই ছবি।



এই প্রথম নয় এর আগেও এরকম একাধিকবার সমালোচনার ঝড় বয়ে গেছে নেট দুনিয়ায়। শাহরুখ, অনুষ্কাকে চুমু খেয়েছিল। প্রসঙ্গত এই জুটির বয়সের ফারাক ২২ বছর। অন্যদিকে বন্ধুর মেয়ের সঙ্গেও অভিনয় করেছেন সালমান। এনিয়েও অনেক সমালোচনা হয়েছে।