WB Panchayat Election: নির্বাচন না হতেই জয়ী, সবুজ আবিরে জয়ের উল্লাস 


Election


রাজ্যে ঘোষনা হয়েছে পঞ্চায়েত নির্বাচন। শুরু হয়েছে মনোনয়ন। আজ ছিল মনোনয়নের শেষ দিন‌। এদিকে বারাবনি ব্লকে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন পানুড়িয়া গ্রাম পঞ্চায়েত ও পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েত। বৃহস্পতিবার ষষ্ঠম দিনের নির্বাচনে মনোনয়ন পত্রের কাজ শেষ হয়েছে।



মনোনয়ন জমা দেওয়ার শেষে বারাবনি ব্লকের ৮টি পঞ্চায়েতে মধ্যে ২টি পঞ্চায়েত একটি পানুড়িয়া ও অন্যটি পাঁচগেছিয়া পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় শাসক দল।একই সাথে পঞ্চায়েত সমিতির মধ্যে মোট ২৩ টি আসনে বিনা প্রতি দন্দিতায় জয়ী হয় নয়টি আসনে।


এদিন জয়ের শেষে বারাবনি ব্লক থেকে বেরিয়ে আবির খেলায় মেতে উঠেন তৃণমূলের কর্মী সমর্থকেরা।

এদিন বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির প্রার্থী অসিত সিংহ জানান,সবার ভালোবাসা ও আশীর্বাদ পেয়ে এই সুন্দর জয় এসেছে।বাকি পঞ্চায়েত গুলিতেও জয় নিশ্চিত আমাদের হবে।কারণ উন্নয়ন প্রচুর হয়েছে মানুষ আমাদের আশীর্বাদ দেবে।