WB News : রাজ্য সরকারি কর্মচারিদের পর এবার বিদ্যালয় গুলির জন্যও জারি কড়া নির্দেশিকা

WB News : রাজ্য সরকারি কর্মচারিদের পর এবার বিদ্যালয় গুলির জন্যও জারি কড়া নির্দেশিকা

teachers
file photo





সরকারি কর্মচারীদের সময়ানুবর্তিতা নিয়ে কড়া বার্তা দিয়েছিলো রাজ্যের অর্থমন্ত্রক। নিজের খেয়াল-খুশি মতন যেমন আসা যাবে না অফিসে তেমনি যখন ইচ্ছে হলো তখনি বের হওয়া যাবে না অফিস থেকে। আজ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে নবান্ন'র গত 20শে মে'র জারি করা 3370-F(P2) সার্কুলারকে কমপ্লাই করে নয়া নির্দেশিকা জারি হয়েছে। 

এই নির্দেশিকায় বলা হয়েছে গরমের ছুটি শেষ হলেই কার্যকর হবে সময়ানুবর্তিতার এই নয়া বিজ্ঞপ্তি। নবান্নের বিজ্ঞপ্তি অনুসারেই স্কুলে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের মেনে চলতে হবে বিদ্যালয়ে আসা যাওয়া সংক্রান্ত বিধি। 

wbbse দ্বারা প্রকাশিত মেমোরান্ডাম
wbbse দ্বারা প্রকাশিত মেমোরান্ডাম


পূর্বের নবান্নের জারি করা মেমোরান্ডাম এবং বর্তমান মধ্যশিক্ষা পর্ষদের জারি করা মেমোরান্ডাম অনুসারে -

১। স্কুল চলাকালীন কোনও শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মীরা বিদ্যালয় থেকে বের হতে পারবেন না। যদি বের হতে হয়, তবে প্রধান শিক্ষক বা কর্তৃপক্ষের অনুমতি নিয়েই বের হতে পারবেন।

২। 1.30 থেকে 2.00 P.M. পর্যন্ত শুধুমাত্র টিফিনের উদ্দেশ্যে   ব্যবহার করতে হবে এবং অন্য কোন উদ্দেশ্যে নয় । 

৩। বিদ্যালয় খুললেই নতুন নিয়ম মেনে চলতে হবে শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মীদের।

৪। সময়ানুবর্তিতার এই সরকারি নির্দেশিকা মেনে না চললে নিয়মানুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে। 

প্রসঙ্গত এর আগে একাধিকবার বিভিন্ন সরকারি অফিসে সারপ্রাইজ ভিজিটে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারিদের বিরুদ্ধে নানান অভিযোগের কথাও শোনা গেছে বিভিন্ন সাংবাদিক বৈঠকেও। তারপরই কড়া পদক্ষেপ গ্রহন করে নবান্ন। জারি করে বিশেষ বিজ্ঞপ্তিও।

সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-

কর্মদক্ষতা এবং শৃঙ্খলা উন্নত করার জন্য সঠিক সময়ে উপস্থিত হতে হবে অফিসে।

অফিস চলাকালীন অফিসের বাইরে অনুমতি ছাড়া কোথাও যাওয়া যাবে না ।

notice
social media থেকে প্রাপ্ত, এটির সত্যতা যাচাই করেনি সংবাদ একলব্য 




অফিসের প্রধানের পূর্বানুমতি ব্যতীত এবং দুপুর 1.30 টার মধ্যে টিফিন বিরতি ছাড়া অফিস চলাকালীন কোনও কর্মকর্তা বা কর্মচারী অফিস ত্যাগ করতে পারবেন না এবং 1.30 থেকে 2.00 P.M. পর্যন্ত শুধুমাত্র টিফিনের উদ্দেশ্যে এবং অন্য কোন উদ্দেশ্যে নয়।


সময়ানুবর্তিতার এই সরকারি নির্দেশিকা মেনে না চললে নিয়মানুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ