WB News : রাজ্য সরকারি কর্মচারিদের জন্য কড়া নির্দেশিকা জারি করলো নবান্ন
সরকারি কর্মচারীদের সময়ানুবর্তিতা নিয়ে কড়া বার্তা দিলো রাজ্যের অর্থমন্ত্রক। নিজের খেয়াল-খুশি মতন যেমন আসা যাবে না অফিসে তেমনি যখন ইচ্ছে হলো তখনি বের হওয়া যাবে না অফিস থেকে।
এর আগে একাধিকবার বিভিন্ন সরকারি অফিসে সারপ্রাইজ ভিজিটে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারিদের বিরুদ্ধে নানান অভিযোগের কথাও শোনা গেছে বিভিন্ন সাংবাদিক বৈঠকেও। এবার কড়া পদক্ষেপ গ্রহন করলো নবান্ন। জারি হলো বিশেষ বিজ্ঞপ্তিও।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-
কর্মদক্ষতা এবং শৃঙ্খলা উন্নত করার জন্য সঠিক সময়ে উপস্থিত হতে হবে অফিসে।
অফিস চলাকালীন অফিসের বাইরে অনুমতি ছাড়া কোথাও যাওয়া যাবে না ।
অফিসের প্রধানের পূর্বানুমতি ব্যতীত এবং দুপুর 1.30 টার মধ্যে টিফিন বিরতি ছাড়া অফিস চলাকালীন কোনও কর্মকর্তা বা কর্মচারী অফিস ত্যাগ করতে পারবেন না এবং 1.30 থেকে 2.00 P.M. পর্যন্ত শুধুমাত্র টিফিনের উদ্দেশ্যে এবং অন্য কোন উদ্দেশ্যে নয়।
সময়ানুবর্তিতার এই সরকারি নির্দেশিকা মেনে না চললে নিয়মানুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
Onek to niyom ...menei to chole na
ReplyDeleteএই রকম কড়া পদক্ষেপ নেওয়া ভীষণ জরুরি
ReplyDelete